শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ

নীলকন্ঠ জয় ১৩ নভেম্বর ২০১৩, বুধবার, ০৭:৫০:৩৫পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য


বিদায়েও তোমায় নমিঃ
(১৩ নভেম্বর জন্মতিথিতে উৎসর্গঃ প্রয়াত কথা-সাহিত্যক হুমায়ুন আহম্মেদ স্যার কে)

হলুদ পাঞ্জাবী...
কল্পনায় কতবার পরেছি জানি না,
আবেগে বেঁধেছো,বাধ্য করনি
হেঁটেছি নগ্ন পায়ে,
পাদুকা জোড়া পরা হয়নি।

তুমি নেই তাই---
পড়া হবে না নতুন কোন
মিসির আলী কিংবা বোতল ভুতের কাহিনী,
সৃস্টি হবেনা আর কোন বাকের ভাই কিংবা
নতুন গদ্যের সঞ্জিবনী।

তুমি নেই তাই---
কল্পনার মিঠা স্রোতে
ভেসে বেড়াবোনা আমি আর,পড়বোনা-
সায়েন্স ফিকশন কিংবা নন্দিত নরকে,
গাইবো না গান ওই চাঁদনি পসর রাতে।

ওগো কথার কারিগর---
ভেবো না এ আমার অভিমান
এ আমার ভালবাসার পুস্পাঞ্জলী,
মনের কোণে যতনে রেখেছি তাই
বিদায়েও তোমায় নমিঃ।

ওগো কথাসাহিত্য সম্রাট---
আজি এ জন্মতিথিতে
গাই পুণ্যতার জয়গান,
জানি প্রিয় আসবেনা ফিরে
ভরবেনা মনপ্রাণ।

ওগো হিমাদ্রি শেখর---
হলুদ পাঞ্জাবী পরে নগ্ন পায়ে
চলো যাই দূর বহুদূর,
হাতে হাত রেখে,জন্মতিথিতে
গড়ি স্মৃতি সুমধুর।

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ