বিদায়েও তোমায় নমিঃ
(১৩ নভেম্বর জন্মতিথিতে উৎসর্গঃ প্রয়াত কথা-সাহিত্যক হুমায়ুন আহম্মেদ স্যার কে)
হলুদ পাঞ্জাবী...
কল্পনায় কতবার পরেছি জানি না,
আবেগে বেঁধেছো,বাধ্য করনি
হেঁটেছি নগ্ন পায়ে,
পাদুকা জোড়া পরা হয়নি।
তুমি নেই তাই---
পড়া হবে না নতুন কোন
মিসির আলী কিংবা বোতল ভুতের কাহিনী,
সৃস্টি হবেনা আর কোন বাকের ভাই কিংবা
নতুন গদ্যের সঞ্জিবনী।
তুমি নেই তাই---
কল্পনার মিঠা স্রোতে
ভেসে বেড়াবোনা আমি আর,পড়বোনা-
সায়েন্স ফিকশন কিংবা নন্দিত নরকে,
গাইবো না গান ওই চাঁদনি পসর রাতে।
ওগো কথার কারিগর---
ভেবো না এ আমার অভিমান
এ আমার ভালবাসার পুস্পাঞ্জলী,
মনের কোণে যতনে রেখেছি তাই
বিদায়েও তোমায় নমিঃ।
ওগো কথাসাহিত্য সম্রাট---
আজি এ জন্মতিথিতে
গাই পুণ্যতার জয়গান,
জানি প্রিয় আসবেনা ফিরে
ভরবেনা মনপ্রাণ।
ওগো হিমাদ্রি শেখর---
হলুদ পাঞ্জাবী পরে নগ্ন পায়ে
চলো যাই দূর বহুদূর,
হাতে হাত রেখে,জন্মতিথিতে
গড়ি স্মৃতি সুমধুর।
২৫টি মন্তব্য
তন্দ্রা
সুন্দর ভাবে স্বরনের জন্য তোমাকে নম হে কবি।
নীলকন্ঠ জয়
তন্দ্রা আপু :p
অনেক ধন্যবাদ আপনাকে।
খসড়া
ভাল লাগলো।
নীলকন্ঠ জয়
ধন্যবাদ খসড়া আপনাকে।
ছাইরাছ হেলাল
তাঁর স্মৃতি আমরা আপনার মতই বুকে ধারণ করব ।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন হেলাল আপনি। ধন্যবাদ।
মা মাটি দেশ
(y) -{@ (3
নীলকন্ঠ জয়
-{@
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন প্রিয় মানুষ হুমায়ুন আহমেদ ।
উৎসর্গ ভালো হয়েছে ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ প্রিয় জিসান ভাইয়া।
শুভেচ্ছা।
লীলাবতী
শুভ জন্মদিন প্রিয় হুমায়ুন আহমেদ (3
নীলকন্ঠ জয়
প্রিয় স্যারকে শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ লীলাবতী দি। -{@
নীলাঞ্জনা নীলা
শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ । শ্রদ্ধাঞ্জলি খুব সুন্দর হয়েছে ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ নীলাদি। -{@
রকিব লিখন
হাতে হাত রেখে,জন্মতিথিতে
গড়ি স্মৃতি সুমধুর।— এই সুমধুর গুজ্ঞন হুমায়ূন আমাদের মাঝে গড়ে দিয়েছেন তার অসাধারণ লিখনী দিয়ে।। মধ্য গগণের রবি হুমায়ূন আহমেদ যেন হলুদ পাজ্ঞাবি আর খালি পায়ে হাটছেন এই বাংলার মেঠো পথে।। (y) -{@
নীলকন্ঠ জয়
যথার্থই বলেছেন কবি। ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
অনেক সুন্দর শ্রদ্ধাঞ্জলি … -{@
নীলকন্ঠ জয়
ধন্যবাদ। -{@
আদিব আদ্নান
লেখা ও উপসর্গ যথার্থ হয়েছে ।
জন্মদিনের শুভেচ্ছা তাঁকে ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ।।
তওসীফ সাদাত
প্রিন্স মাহমুদ · Following · এলেবেলে at Somewhere In Blog । সামহোয়্যার ইন ব্লগ · 311 subscribers
দারুন । সাহিত্যসম্রাট বলা হয় বঙ্কিমকে । হুমায়ুনকে বলা হয় বাংলা সাহিত্যর রাজপুত্র । বুঝতে পারছ ? পারলে একটু ঠিক করে নাও ।
ভালো লেগেছে এমনি তে লেখা টা। -{@
নীলকন্ঠ জয়
প্রিন্স যথার্থই ধরেছেন । ধন্যবাদ তাকে। কিন্তু বঙ্কিম কথা সাহিত্য সম্রাট ছিলেন না।
প্রিন্স মাহমুদ
যেসব লেখক লিখে গেছেন ও লিখেন , তুমিও লিখো – তারা , আমরা , সবাই কথা সাজিয়েই লিখেছি , লেখেছেন , লিখবে । বাস্তবের সাথে কল্পনার মিশেল হলেই সেটা সাহিত্য ।
শিশির কনা
শুভ জন্মদিন স্যার । সুন্দর লিখেছেন ।
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ। ।