শুভেচ্ছা

আসমাউল ১১ ডিসেম্বর ২০১৩, বুধবার, ০৪:৫৯:৫৬অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

এগার-বার-তের

ছন্দ নিয়ে ফের।

তের-বার-এগার

ইচ্ছে করলে পার।

 

দুই হাজারের তের

পাপকে তুমি মের।

ডিসেম্বর মাস বার

অসৎ সঙ্গটা ছাড়।

আজ এগার দিন

বাজা খুশির বীণ।

হৃদয়ের কষ্ট ভুলে

হাস তুই মন খুলে।

থাকবে মোর দোয়া

লাগুক সুখের ছোঁয়া।

পূরণ হোক সব ইচ্ছা

আমার হতে শুভেচ্ছা।
 

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ