শুভেচ্ছা, সোনেলা সৈকতে

ছাইরাছ হেলাল ১৮ ডিসেম্বর ২০২১, শনিবার, ০৮:৩৩:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

 

চায়ের টঙে পিঠে রোদ মেখে ইয়ার দোস্তদের সাথে গাল-গল্প, হাসি-ঠাট্টা-তামাশা
করা যেতেই পারে, করি-ও;
ঘ্রাণে ঘ্রাণে;

সৈকতে সমুদ্র-মুখি হলে/হয়ে ঢেউয়ের ধমনী-ধ্বনিতে ডুবে ডুবে, ডুবিয়ে স্মৃতি মন্থন
করা যেতেই পারে, করি-ও;
দ্বীপের দ্বীপান্তরে বসে/যেয়ে ভাবনার পেয়ালা চুমুকে রেখে উদাস হতেই পারি,
হৈই-ও;
বয়ান-গুচ্ছ বুকে(বেঁধে) লুকিয়ে নতমুখে রাজপথে বা বনপথে হেঁটে যেতেই পারি,
যাই- ও;

একজন তীক্ষ্ণ তরুণ কে নিয়ে এই অক্ষম/ অনভ্যস্ত (আমি) কী-ই-বা লিখতে পারি!
পারি-না!
তাঁর লেখার প্রতিরূপ এঁকে এঁকে কতটুকুই বা এগোতে পারি/এগোই?

নাহ নাহ, নাতো, কেউ-ই প্ররোচিত করে-নি/করে-না;
সমুজ্জ্বল সুবাতাস কী করে উপেক্ষায় রাখি, দীর্ঘ দীর্ঘ পথ চলায়!
আনন্দ- বেদনায়,ঝড় ঝঞ্ঝায়-ও;

লিখে-টিখে চুইয়ে পড়া আন্তরিকতা! তাতো পারিনি/পারি-ও-না;
প্রত্যক্ষ বা পরোক্ষ স্মৃতি নির্ভর তিরতিরে উপলব্ধি! এড়াতে তো পারি-না, পারি-নি।

শুভেচ্ছা মনির হোসেন মমিকে, পাঁচশত তম লেখার জন্য।
আপনি সোনেলার, সোনেলা আপনার।

আল্লাহ আপনাকে আপনার পরিবার সহ তাঁর কৃপার চোখে রাখুন,
এ প্রার্থনা আমার/আমাদের সবার।

ছবি নেটের।

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ