শুভেচ্ছা তোমায়-বাংলাদেশ

জাকিয়া জেসমিন যূথী ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার, ১০:০৯:৫১পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

ভুলি নাই তাদের আত্মত্যাগ
যারা নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে দিয়ে গেছে তাজা প্রাণ
হারিয়েছে সম্ভ্রম, মান সম্মান, অস্তিত্ব ও অনেক কিছুই!
কিছুই ভুলি নাই,
কিছুই ভুলে থাকি না সারাটি বছর।

তবু একদিন,...
তবু শুধু একদিন...
ষোল'ই ডিসেম্বরে একত্রিশ’বার তোপধ্বনি’তে
জানাই মা, তোমায় বিনম্র শ্রদ্ধা।

বর্তমানের বেঁচে থাকা
দেশে বিদেশে তোমার সব সন্তান ও উত্তরাধিকারীরা
এক হয়ে উঠি এই বিশেষ দিনে,
সেই বিজয় স্মরণে গর্জে উঠি বার বার,
আর জেগে উঠি দেশপ্রেমের নতুন প্রত্যয়ে।
---------------------------------------------

জাকিয়া জেসমিন (যূথী)
রাত ২টা, ১৬।১২।২০১৩ইং, ঢাকা।

----------------------------------------------------------------------------------------------------------

.* বিজয় দিবস উপলক্ষে ফিচার ফটোর ডিজাইনটি করেছে আমার MAX Learn IT Institute এর ছাত্রী নুসরাত জাহান আজমী

*নিচের ডিজাইন দুটো করেছে, আমার স্টুডেন্ট রুমন আশরাফ

 

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ