শুনো নন্দনী

কামরুল ইসলাম ৫ অক্টোবর ২০২০, সোমবার, ০৭:৩৭:২৯পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

শোন নন্দনী

কে তুমি

রাখো খবর

আমার উপর ।

 

কোন প্রাণের টানে

ক্ষণে ক্ষণে

সব কিছুতে

বেঁধে দাও সময়

এ কোন জনমের

অনাদায়ী প্রণয় ।

 

একি শাষন,  শোষন

মনে হয় তারও আপন

তোমায় কি নামে ডাকি

কোথায় রাখি

যতন করে

প্রাণ ভরে

অন্তরে

মন্থরে      ।।

 

তোমার তরে আমার সমুদয়

উজার করা অনাদায়ি প্রণয়  ।।

৪১১জন ৩৪৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ