শুধু মৃত্যুই সত্য

খেয়ালী মেয়ে ২২ জুলাই ২০১৫, বুধবার, ০৯:২৫:৩৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

আমাদের মৃত্যু আসে-মাঠে ঘাটে পাট ক্ষেতে আলে,,,
আমাদের মৃত্যু আসে-ঢাকা কুমিল্লা সিলেট বরিশালে,,,
আমাদের মৃত্যু আসে –ঝোপে ঝাড়ে নদী নালা খালে,,,
আমাদের মৃত্যু আসে-ফিলিস্তিনের গাজাতে বারুদের স্তুপে,,,
আমাদের মৃত্যু আসে-সুডৌল ট্রাফিক আইল্যান্ডে ধুধু চরে,,,
আমাদের মৃত্যু আসে-দাউ দাউ জ্বলন্ত অগ্নির নিষ্ঠুর ছোবলে,,,
আমাদের মৃত্যু আসে-জাহাজ বোঝাই করে, কখনো বা প্লেনে চেপে,,,
আমাদের মৃত্যু আসে-শত গ্লানি লজ্জায়, অপবাদ, অপমানে নিজ হাতে,,,
আমাদের মৃত্যু আসে-সুপরিকল্পিত নকশারুপে,,,
আমাদের মৃত্যু বিউগলে বিউগলে যায় ডেকে……

কতো ভাবে যে আসে আমাদের মৃত্যু?—মৃত্যু নিয়ে লেখাটা অনেক আগে লিখেছিলাম—

মৃত্যু খুব স্বাভাবিক একটা ব্যাপার—জন্মিলেই মরিতে হবে—এটা সবাই জানে, আমিও জানি—অথচো এই স্বাভাবিক জিনিসটা কেনো আমরা স্বাভাবিকভাবে নিতে পারি না?—এই স্বাভাবিক জিনিসটা কেনো আমাদের কাছে স্বাভাবিকভাবে এসে ধরা দেয় না?—একটা মানুষ হঠাৎ করে অল্প সময়ের মাঝে মারা গেলে সে শুধু নিজে একা মরে না, আরো কিছু আপন মানুষকে সে জীবন্ত লাশ বানিয়ে যায়—একটা মৃত্যু কেড়ে নেয় ভালোবাসাকে, আদরের ভাইকে, মাথার উপর বট বৃক্ষের মতো ছায়া দেওয়া বাবাকে, কেড়ে নেয় অতি আপনজনকে—তাহলে মৃত্যু কিভাবে স্বাভাবিক হয়?—একটা মৃত্যু তিলতিল করে গড়ে তোলা স্বপ্নসৌধকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়, বিধ্বস্ত বিমর্ষ করে যায় অনেকগুলো আপনজনকে—তাহলে মৃত্যু কিভাবে স্বাভাবিক হয়?—একটা ছোট ছেলে বাবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবে বলে সবার অজান্তে যখন কবরস্থানে গিয়ে কবর খোঁড়া শুরু করে, তখন কিভাবে বলি যে মৃত্যু খুব স্বাভাবিক একটা ব্যাপার—একটা মৃত্যু যখন আনন্দ আর ভালোবাসায় আলোকিত পরিবারটাকে স্তব্দতার কালো বেদনায় থমথমে করে দেয়, তখন কিভাবে মেনে নিই আমাদের অপেক্ষা শুধু এই মৃত্যুর জন্যই..........

তাহলে কি ওমর খাইয়াম ই যথার্থ বলেছেন যে, মৃত্যুই জীবনের অপরিহার্য পরিণাম-বৃথা সে শক্তির নিকট কাতর প্রার্থনা, বৃথা তার নিকট সুখের আকুল প্রার্থনা, বৃথা পুণ্যের পুরষ্কার ও অত্যাচারের প্রতিকার ভিক্ষা—সবকিছুই মিথ্যা, শুধু মৃত্যুই সত্য............

(খেয়ালী মেয়ে)

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress