শুধু তুমি নেই

সিকদার সাদ রহমান ২৬ জুন ২০১৯, বুধবার, ০৫:৩৮:২৭অপরাহ্ন কবিতা ১৯ মন্তব্য

 

সত্যিই অবাক লাগে
আমরা একই পৃথিবীতে আছি!
অথচ আমাদের কথা নেই,
দেখা নেই....
একে অপরকে জানা নেই ।

পোস্ট অফিস তোমাকে খুঁজে পায় না,
ফোন নম্বর টাও জানা নেই।
হরি রাম পুর গ্রামে একবার লোক পাঠিয়েছি
পদ্মার ভাংগনে সে গ্রাম ও নেই।

চারপাশ জড়িয়ে থাকে হাজার মানুষ
তবুও কেনো লাগে আমার কিছু নেই?
অবশেষে বুঝলাম,
আমার সবই আছে,
"শুধু তুমি নেই"

ফুল গাছটায় ফুল আছে,
চাম্বল গাছটায় পাখি ও আছে,
নারকেল গাছে নারকেল আছে
জাম গাছে জাম,
আম গাছে আম ও আছে
"শুধু তুমি নেই"

গ্রিস্মে ভরা রৌদ্দুর আছে
আষাঢ় শ্রাবন, বর্ষা আছে,
মেঘ আছে, বাতাস আছে,
শীত ও আছে, বসন্ত আছে
"শুধু তুমি নেই"

সত্যিই অবাক লাগে,
একই বাতাস...
তোমাকে ছুঁয়ে আমার কাছে আসে!
একই সূর্য আমাদের রৌদ্র দেয়,
একই চাঁদের নীচে আমাদের বাস!
অথচ আমাদের দেখা নেই,
কে কোথায় আছে জানা নেই!
এই আমাদের সব কিছু আছে
"শুধু তুমি নেই"

#সিকদার_সাদেকুর_রহমান(সাদ)
১৮-০৬-২০১৯

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ