শুধু একটিবার

ছাইরাছ হেলাল ২৪ মার্চ ২০১৭, শুক্রবার, ০৯:৫৮:৫৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

আগুন, একবার, একটিবার শুধু জ্বলে ওঠো,
একবার-ই, (প্লিগ লাগে)
প্রাসাদ মিনার, জিউস বা ইন্দ্রের রাজ-দরবারে নয়,
জোতদারের গৃহপ্রাঙ্গণে নয়, মরণরশ্মি বিকিরণের মোবাইল টাওয়ার
সুরঞ্জনার সেই উজবুক যুবকের মাথায় বা দুর্গন্ধের কালো-কূপেও নয়;

নিভু-নিভু অঙ্গারে হলেও সখীর পাথর হৃদয়ে জ্বলে ওঠো,
পোড়াও আমৃত্যু, উল্টে-পাল্টে, প্রাণ-সুখ জুড়িয়ে;

আরে আরে!! আগুন!!
সখীর বসন্তচোখের অনুসরণ-সুখ পাইনি এখনো;
রগরগে শীতের আগুন-সোহাগ!! পাইনি-তো!!
বাংলাদেশ বেঙ্কে! তুমি কী করো??

*****************************************************

হিহি চল্পে, ইমু সহকারে,

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ