প্রিয় মাসুদ ভাইয়ের সুন্দর একটি ছবি দিলাম যা ভুবন ভুলান হাসিতে ভরপুর। লেখা আমরা দ্বারা হবেনা তা জানি পড়ি আর দেখি এটাই নিয়তিতে লেখা। rsz_fullsizerender-2

মা হাজার হাজার বার দৃষ্টি খুললেও
মা হাজার হাজার বার সৃষ্টিকর্তার নিকট আকুতি করলেও
মা হাজার হাজার বার তোমায় স্বরন করলেও
দৃষ্টিপাতে আসবেনা।
অন্তর আত্বায় স্বরন করলে ভুমন্ময় তুমি
হৃদয় আত্বায় তুমি
আমার অস্থিতে মিশে আছো তুমি।
মা তুমি ভাল থেকো।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ