শুধুই বিদ্ধ হতে চাই

ছাইরাছ হেলাল ১০ জুন ২০২০, বুধবার, ০৮:১০:০৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

অস্তিত্বের অনন্ত-বৈভব নিয়ে ভাবি না,
শ্রেণীবদ্ধ চিকন চিকন সুখ এখন অসুখের মত লাগে,
বৈদিক ঋষির মত ধ্যানী বৃক্ষ হতে ইচ্ছে করে না,
তূণীর থেকে তীর তুলে অলক্ষ্যে লক্ষ্য ভেদ ভালোলাগে না।

কাশফুল-বনে লুকোচুরির ছলে আচমকা চেপে রাখা ইচ্ছেটি
প্রবহমান করতে আর ইচ্ছে করে না, সামান্য খুনসুটি উপেক্ষা করে,
শরীর মনের তীব্র জ্বলুনির জলজ বিস্তারে;
নিশি-পুকুরে জোনাকির আলোক রেখায় তন্ময় হতে ইচ্ছে করে না।

আলোহীন আকাশহীন এ সময়ে এফোঁড়-ওফোঁড় হয়ে
বৃষ্টি-বিদ্ধ হতে শুধুই ইচ্ছে করে।

ছবি নেটের

৯৮০জন ৮২০জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ