
কুয়াশা ভেজা হৃদয়ে ভাবনারা ভেসে আসে
অতীত থেকে বর্তমান ছুঁয়ে, ঐ দূর অবধি;
ছুঁয়ে যায়, ছুঁতে চায়, না-ছোঁয়া দূরত্বটুকু;
তবুও দূরত্ব দূরত্বেই থেকে যায়
আড়-চোখে তাকানো বরাবরের মত;
এটাই নিয়ম, এটাই হয়ত নিয়তি,
থাকা না-থাকার জটিল আবর্তে;
পাপ পুণ্যের প্রান্ত সীমায় নেই কোন সুগন্ধ-অতীত,
শুধুই অসীম অখণ্ড নীরব- লেখাজোখা,
অনিন্দ্য সুখ-পাঠ বিচ্যুতির মত ঠায় দাঁড়িয়ে আছে
পূর্ণগ্রাস ঘুমের অন্দর মহলে।
ছবি নেটের।
২৫টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ঝিমানোর দিন এসে পড়েছে নাকি!
শুভ শীতকাল!!
বন্যা লিপি
আমার চোখে কুয়াসা ঠাঁসা
আমি কি ঠিক দেখছি?
আপনি??????? @সাবিনা ইয়াসমিন
ছাইরাছ হেলাল
নাহ্ তো, আপনি বলতে পারেন লেখা-দিন এসেছে!
ধন্যবাদ, আপনিও শীতে ভাল থাকবেন।
বন্যা লিপি
শীতে ভালোথাকারা কুয়াশায় আটকায়। ব্যামো ট্যামো ফিরে আসে আর কি! বহুদিন পরে আপনার লেখা পেয়ে ভাবছি….. এবার বোধহয় কাটবে শব্দখরার কাল
ছাইরাছ হেলাল
মটকা মেড়ে পড়ে থাকলে ব্যামো তো আসতেই পারে, আসেও।
একদম লিখিনি/লিখি-না এমন না, ব্লগে দেয়া হয়নি, এই যা।
খরা-টরা বলে কিচ্ছু নেই, অজুহাত মাত্র।
ভাল থাকুন।
বন্যা লিপি
আপনে এরম কতাবার্তা কন ক্যা? কি খরায় কাটছে দিন! সে শুধু আমি জানি…. কইতে পারলে তো ” কষে বকা / পিটানি খাইতে হবে” এই বুড়া বয়সে পিটানি বা বকা খাইতে কারই বা ভাল্লাগবে?
ছাইরাছ হেলাল
টুক করে খরা কাব্য লিখে দিন, কান্না সভার আয়োজন করি!!
বুড়ি হইলেন কেমতে! কবে! জানান না দিয়েই!
লেখা চাই।
মোঃ মজিবর রহমান
আর নই অন্দর মহলে খুজুন/জানুন
অন্যোন্য সুন্দরময় ধরনীটাকে ভালো বাসুন।
যা আমার নই তাহা পাইনি
যাহা পেয়েছি সেটাই পাইনু।
ছাইরাছ হেলাল
সামান্য চাওয়া পাওয়া নিয়েই আমাদের অনন্ত জীবনের অপেক্ষা।
শীত শুভেচ্ছা আপনাকে।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি
এক জীবনে কী আর চাওয়া পাওয়ার মানুষের থাকতে পারে আমি বুঝি না যেখানে বেচে থাকাটাই আলহামদুলিল্লাহ্।।
সবার জন্য শুভ কামনা রইল।
ছাইরাছ হেলাল
অবশ্যই বেঁচে যাওয়াই আলহামদুলিল্লাহ, তবে ফিরে তো তাকাতেই হয় পেছনে ও সামনে!
ভাল থাকবেন অবশ্যই।
রেজওয়ানা কবির
হায়রে দুরত্ব,,,,
মানুষকে মহান করে।।।।
শুভ্র
ছাইরাছ হেলাল
আমি তো সেই মহানকেই খুঁজে ফিরছি।
শুভেচ্ছা আপনাকে।
খাদিজাতুল কুবরা
শব্দের নিঃশব্দ প্রতিশ্রুতি রাখতে ফিরে এসেছে কিংবদন্তি!
অভিনন্দন হে কবি!
আমি এক নগন্য শব্দ প্রেমী ,
প্রিয় কলমকে হৃদয়ের দামে নমি।
এতো সুন্দর কবিতাগুলো সবসময় কেন পড়িনা সে অনুতাপে ভুগি।
ভালো থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনি সব সময় ই মন রেখেই পড়েন, আর পড়েন বলেই তো লিখতে পারি/লিখি-ও।
ভাল থেকে নিয়মিত আমাদের পড়তে দিন, এমন দাবী রাখছি।
অনেক ভাল থাকবেন আপনি।।
খাদিজাতুল কুবরা
ইনশাআল্লাহ আছি / থাকবো
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সাথে রাখবেন।
বোরহানুল ইসলাম লিটন
জীবনের পথটাই কুয়াশার ঢাকা!
যে দিকে তাকাই অসীমের ক্ষত
হৃদয় মাঝে তা জাগে অবিরত।
মুগ্ধতায় শুভ কামনা রাখলাম পাতায় নিরন্তর।
ছাইরাছ হেলাল
কুয়াশা নিয়েই আমাদের জীবন,
পড়ার জন্য ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
সবকিছুতেই এখন কুয়াশাচ্ছন্ন। তবুও আলোর পথ খুঁজে ফিরি। আলো ঝলমলে রোদের অপেক্ষায়। অফুরন্ত শুভকামনা ভাইয়া
ছাইরাছ হেলাল
এমন শুঁকনো শুভ কামনা চাই না, লেখা চাই নিয়মিত।
ভাল থাকবেন, ফাঁকি না দিয়েই।
হালিমা আক্তার
নিয়তির নির্মম বাস্তবতায় স্বপ্ন গুলো কুয়াশার মতো ভেসে যায়। চমৎকার লিখেছেন। আপনার লেখা অসাধারণ। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আপানার লেখার অপেক্ষা রাখছি।
জীবন ঢেকে আছে/থাকে কুয়াশা কুয়াশায়।
ভাল থাকবেন নিরন্তর।