
ধাবাইরার বারোমাসি শীত
শীত যায় শীত আসে
কিন্তু ধাবাইরার শীত যায় না
তার কাছে গ্রীষ্মও শীত হেমন্তও শীত
বসন্তের শীতে ফেটে যায়
তার স্ত্রীর বুকের নরম হাড়।
দরিদ্রের মতো অন্ধ বরফ
তাকে জমিয়ে রাখে দমিয়ে রাখে
বেদনার মতো ফ্রিজের ভেতর।
খেজুরের মতো দুঃখ কাঁটায়
বারোমাসি শীত বাজারে যায় কলস ভরে
ধাবাইরাদের বারোমাস কেটে যায়
পূর্ব-পুরুষে কাঁপা মৃত্যুর মতো
ঘননীল কুয়াশায়-কুয়াশায়।
২৩.০১.২০
শীতের সুখ
হেমন্তের আঁচল তলে মুখ লুকিয়ে
সাদা কালো শিল্পী গান গেয়ে যায়
তবলার বৃষ্টিতে লম্বা হয় ঝরাপাতারা
স্বপ্নহীন বৃক্ষের জলে চিকচিক করে
আয়নার মতো বরফের চা।
জীবনের সবকিছু পেছনে ফেলে
নতুন পালক ছাড়ে নিঃসঙ্গ সারস
গ্রিলে পোড়া শিল্পের মতো কুয়াশায় আগুন
দু’দণ্ড দুঃখের শিল্পে মিলে মরে যায় মেয়ে
নিলক্ষার অন্ধকারে হায়
ভেসে যায় শীতের সুজন সুখ।
১১.১২.১৯
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ধাবাইরাদের শীত,গ্রীষ্ম, বর্ষা সব একি। ওদের জীবন চাকা এভাবেই একদিন মরনে থেমে যায়। দুঃখ কষ্ট, জরা নিয়েই ওদের সংসার। শুভ কামনা রইলো
দালান জাহান
ধন্যবাদ কবি যথার্থ বলেছে। শুভেচ্ছা ও শুভরাত্রি।
অনন্য অর্ণব
তার কাছে গ্রীষ্মও শীত হেমন্তও শীত
বসন্তের শীতে ফেটে যায়
তার স্ত্রীর বুকের নরম হাড়।
গভীর উপলব্ধি।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভরাত্রি
সাবিনা ইয়াসমিন
লেখাটা মনে হচ্ছে কপি পেস্ট করেছেন। প্রতি কবিতার আগে/ পরে আপনার নাম,তারিখ থাকায় লেখাটি দৃষ্টকটু লাগছে। ব্লগে শিরোনামের পরই লেখকের নাম দেয়া থাকে। তাহলে কষ্ট করে পোস্টের ভেতর আলাদা নাম লেখার কি দরকার?
দালান জাহান
আমার ও তাই মনে হয়। আপনাকে ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
কবিতা কত কঠিন হতে পারে
দুটো কবিতা পড়ে বুঝা যায়।
শুভ কামনা।
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা ওশুভরাত্রি
ছাইরাছ হেলাল
ঋতু চক্রের নখর উল্লাস ধাবাইরারাদের ঘিরেই মেতে ওঠে।
দালান জাহান
ধন্যবাদ ভাই শুভরাত্রি
কামাল উদ্দিন
ধাবাইরা আসলে কারা? যারাই হোক তাদের দুঃখের দিন শেষ হোক এই কামনা করছি।
দালান জাহান
ধাবাইরাদের উত্তর তো আপনি দিয়েই দিয়েছেন দাদা। অনেক অনেককৃতজ্ঞতা
ফয়জুল মহী
সুন্দর লেখনী ভালো লাগলো ।
দালান জাহান
ধন্যবাদ ভাই শুভেচ্ছা
সুরাইয়া পারভীন
হেমন্তের আঁচল তলে মুখ লুকিয়ে
সাদা কালো শিল্পী গান গেয়ে যায়
তবলার বৃষ্টিতে লম্বা হয় ঝরাপাতারা
স্বপ্নহীন বৃক্ষের জলে চিকচিক করে
আয়নার মতো বরফের চা
দারুণ দারুণ
দু’টো কবিতায় চমৎকার।
দালান জাহান
অনেক অনেক ধন্যবাদ কবি শুভেচ্ছা
রেহানা বীথি
দুটো শীতকাব্যই ভালো লাগলো খুব।
দালান জাহান
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা কবি। ভালো থাকুন সবসময়। শুভকামনা।
সাদিয়া শারমীন
দুটো কবিতাই সুন্দর।
আরজু মুক্তা
জীবন যেখানে যেমন।