শীত বিষয়ক দুটো কবিতা

দালান জাহান ২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৮:১০:৩০অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

 

ধাবাইরার বারোমাসি শীত

শীত যায় শীত আসে
কিন্তু ধাবাইরার শীত যায় না
তার কাছে গ্রীষ্মও শীত হেমন্তও শীত
বসন্তের শীতে ফেটে যায়
তার স্ত্রীর বুকের নরম হাড়।

দরিদ্রের মতো অন্ধ বরফ
তাকে জমিয়ে রাখে দমিয়ে রাখে
বেদনার মতো ফ্রিজের ভেতর।

খেজুরের মতো দুঃখ কাঁটায়
বারোমাসি শীত বাজারে যায় কলস ভরে
ধাবাইরাদের বারোমাস কেটে যায়
পূর্ব-পুরুষে কাঁপা মৃত্যুর মতো
ঘননীল কুয়াশায়-কুয়াশায়।

২৩.০১.২০

শীতের সুখ

হেমন্তের আঁচল তলে মুখ লুকিয়ে
সাদা কালো শিল্পী গান গেয়ে যায়
তবলার বৃষ্টিতে লম্বা হয় ঝরাপাতারা
স্বপ্নহীন বৃক্ষের জলে চিকচিক করে
আয়নার মতো বরফের চা।

জীবনের সবকিছু পেছনে ফেলে
নতুন পালক ছাড়ে নিঃসঙ্গ সারস
গ্রিলে পোড়া শিল্পের মতো কুয়াশায় আগুন
দু'দণ্ড দুঃখের শিল্পে মিলে মরে যায় মেয়ে
নিলক্ষার অন্ধকারে হায়
ভেসে যায় শীতের সুজন সুখ।

১১.১২.১৯

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ