শীত আর তুই

এস.জেড বাবু ৬ জানুয়ারি ২০২০, সোমবার, ০৯:২৩:৫৬অপরাহ্ন কবিতা ৩৭ মন্তব্য

তুই যে আমার ভাপা পিঠা
কুয়াশা ভোরে রোদের তাপ,
ওমে ভরা কাশ্মীরী শাল
হাতের গরম চায়ের কাপ ।
কুয়াশা মাখা কনকনানি
ডুবের আগে সরিষা তেল,
উদাম গায়ে বডি লোশান
সুবাস ছাড়া লিপজেল ।

তুই যে আমার টক বরই
খেজুর গাছের রসের কল,
লবন ছাড়া জলপাইয়ের স্বাধ
আমলকি আর সফেদা ফল ।
বাঁশের চাড়ে লাউয়ের ডগা
টিনের চালে কুমড়ো ফুল,
রসে ভরা রাঙা ডালিম
লবন মরিচ, আপেল কুল ।

তুই যে আমার স্রোতের নদী
এপাড় ওপাড় হাঁটু জল,
ঝিল ভর্তি অতিথি পাখি
শীতের রাতের কম্বল ।
ওল সুঁতায় নরম গরম
গলায় রঙিন মাফলার,
লেদার জেকেট, হ্যান্ড গ্লভস্
আর হাতাকাটা সুয়েটার ॥

-০-

পুরুনো ডাইরি,
ছবি- নেট থেকে

0 Shares

৩৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ