শীতের রস (রম্য)

বোরহানুল ইসলাম লিটন ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৮:৩৩:৩৮অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

টস টসে ভরপুর

দেখলেই জাগে সুর

খেজুরের রসে ডোবা

আহা কি যে মিঠা!

হিম হিম পিঠা।

 

দাদু খায় দাদী চায়

নাতি মুখ চটকায়

আরো দাও বলে যদি

দেয় খুক কাশি,

কেউ ঢাকে হাসি।

 

কুহেলীর আড়ে বসে

সকলেই মিলে মিশে

কি যে মজা কাঁচা রস

ভাগে খেতে মেপে,

ঠক ঠক কেঁপে।

 

শীতের এ ভালোবাসা

হৃদয়ে জাগায় আশা

গ্রামে যায় মন তাই

কৈশোরে ছুটে,

সব বাঁধা টুটে।।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ