
শীত!
কথা বলো একবার, নয়নে নয়ন রেখে!
নয়নে তাকিয়ে থেকে, এই যে তুমি নিয়ে এলে গহীনের শীত - শীতার্ত শরীরে
ক্ষণে ক্ষণে! টেনে হিঁচড়ে অসহায় শীতার্ত মানুষের ধারে
ভালোবাসা - বাসির ফাঁদে ফেলে।
শীত!
তুমি এলে পথ আগলে, দাঁড়াও তুমি গায়ে গা ঘেঁষে ঘেঁষে
তীব্র শীতে চুবিয়ে /ডুবিয়ে
ক্রমাগত বাংলা - বাঙালীরে যন্ত্রণার স্রোতে জিইয়ে রেখো!
কিংশুক বনের একটুখানি আগুনে আগুন - ছুঁয়ে দেবে বলে বলে।
শীত!শয়তানি তুমি, রক্ত ঠোঁটে পেরিয়ে এই যে দাঁত দেখা যাচ্ছে
বুক জড়ানো এক শীতার্ত শরীরে!
শয়তানি তুমি আগুনে ভালোবাসার কথা না-কি
ভাবতে বসেছে, শীতার্ত মানুষ কি করে বাঁচবে তোমার হাত থেকে ।
শীত!
ঝাটকা মেড়ে দাঁড়াও এসে - শীতার্ত মানুষের চোখে নখ ফুটিয়ে,
পালাতে চেয়েও পালাতে পারেনি - পারেনি
তোমার হাত থেকে বাঁচতে!
ঝাটকা মেড়ে ধরে শীতার্ত শরীরে -
পথের ধারে থাকা সেই মানুষ গুলোকে।
শীত!
বেজোড় জীবনের তপ্ত রোদ গা মেলে -
জোড়া শালিক -শিসের উজ্জ্বল উষ্ণতার খুনসুটি
আর আসে না এই শীতার্ত শরীরে।
ছবি - ফেইসবুক থেকে //
Thumbnails managed by ThumbPress
১৭টি মন্তব্য
কামাল উদ্দিন
আপনার ছবি আর কবিতার সাথে আমার আজকের রাতটা মিলে গেছে। স্কুল ছুটি বলে সবাই বেড়াতে গেছে। বেজোড় জীবন হয়ে পড়েছিলাম। তবে আমাদের পোষা কালো হুলোটা সাথে থাকায় একাকি মনে হয়নি…………শুভ কামনা জানবেন দাদা।
অনন্য অর্ণব
হা হা হা 😀 দাদাভাই যা বললেন 😍
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদাভাই, শুভ কামনা জানাবে।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা নিবেন।
তবে কিছুটা আপনার জীবনে মিলে যাওয়ায় আমি ধন্য হলা, আপনার জন্য শুভ কামনা অফুরন্ত, অশেষ ধন্যবাদ জানাবে দাদা।
কামাল উদ্দিন
শুভ কামনা সবার জন্য
ইসিয়াক
বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ জানাবেন দাদা, শুভ কামনা।
তৌহিদ
শীত কিন্তু ভালোই জেঁকে বসেছে, কবিদের মনে। আমাদের দেহে আর আপনার কবিতায়।
ভালো লিখেছেন দাদা। মুগ্ধ হলাম।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
তবে দাদা শীত কিন্তু আপনাদের কাছে থেকে জেঁকে বসেছে। আপনা জন্য শুভ কামনা রইলো দাদা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
শীত দেখি সবার ভিতর থেকে রীম রীম কবিতা বের করছে। শীত নিয়ে ভাবনা গুলো একদম ঠিক।শীতের সয়তানি চরম পর্যায়ে গেছে। অসহায় মানুষের অবস্থা খুবই নাজুক এই শীতে। ধন্যবাদ দাদা আপনাকে
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি, কৃতজ্ঞতা, মন্তব্যে মুগ্ধতা ও ভালোবাসা রইলো।
অশেষ ধন্যবাদ জানাবেন, আপনার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
সুপায়ন বড়ুয়া
শীতের সাথে ছবিটা
ভালোই হলো মিলটা।
শুভ কামনা
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
অশেষ ধন্যবাদ জানাবেন, আপনার জন্য ও শুভ কামনা রইলো।
মাহবুবুল আলম
শীত নিয়ে লেখাটি ভাল লাগলো।
সঞ্জয় মালাকার
অশেষ ধন্যবাদ শ্রদ্ধে দাদা ভালো লাগা ও ভালোবাসা নিবেন ।
ছাইরাছ হেলাল
আপনি তো পুড়ো দস্তুর কবি হয়ে গেছেন।
আপনার এ লেখাটি ব্যতিক্রম হিসেবে নিচ্ছি।
পড়ুন পড়ুন এবং লিখুন।
এবার অনেক অনেক ধন্যবাদ।
সঞ্জয় মালাকার
আপনাকেও অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, কৃতজ্ঞতা,
ব্যতিক্রম তো আপনাদের কাছে শিখেছি আপনাদের ভালোবাসা পেয়ে।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা আর পাঁচশত পোষ্টের জন্য অভিনন্দন ও শুভ কামনা 🌹🌹