আজকের এই দিনেঃ ৩রা ডিসেম্বর, ২০১৫ এবং ৪ঠা ডিসেম্বর, ২০১৫।
আজকের এই দিনে অগ্রীম শুভেচ্ছা বার্তার আয়োজন।
নামঃ অনেকেই চেনেন 'শিশির কণা' নামে।
পেশাঃ মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।
নেশাঃ গান ও গানের মাঝে ডুবে জীবনকে দেখা।
যা করতে ভালবাসেনঃ ঠিক নেই, তবে রাধারমণের গানে নিজেকে খুঁজে ফিরেন। হাসতে ভালবাসেন তাই মুখে সদা লাজুক হাসি নিয়ে থাকেন। আবার হাসিমুখেই কথিন সব কাজ করে ফেলেন।
চলাচলঃ চেনাশোনা প্রায় সবখানেই। পেশার খাতিরে তো অবশ্যই অচেনাদেরকেও মন থেকে চিনে নিতে হয়। তবে অন্তর্জালে উনার পদচারণা 'সোনেলা'তে। উনার চলাচল নিয়ে আলাদা করে কিছু বলার নেই তাই।
যা উনি ভাবেনঃ উনার ভাবনাকে ধরতে উনার অন্তর্জালের ঠিকানায় ঢুঁ মদিয়ে দেখতে হয়-
# একজন বাংলাদেশী হিসেবে উনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর তাই উনি খুঁজে নিয়েছিলেন মুক্তিযুদ্ধের দুই বিদেশী বন্ধুকে ' মুক্তিযুদ্ধে বাংলার বিদেশী বন্ধু -১ ' ' মুক্তিযুদ্ধে বাংলার বিদেশী বন্ধু -২। দেশে এক মুক্তির মায়ের কথা স্ম্রণ করেছেন শ্রদ্ধার সাথে তাঁর লেখনীতে 'রমা চৌধুরী'কে নিয়ে।
# নিজেকে প্রায় সময়ই রাধা রমণের গানে ডুবিয়ে রাখেন যা আগেও উল্লেখ করা হয়েছে উনারই প্রকাশিত কিছু প্রকাশনায় 'মায় তুই জলে না যাইও' কৃন্তনিকা নামে 'সোনেলার'র একজন সেরা গল্পকারকে উৎসর্গ করে। মূলত রাধারমণ দত্তকে পরিচয় করিয়ে দিয়েই উনি নিজেকে উনার লোকগানে কখনো রাধা রাই তো কখনো রাধার প্রেয়সী হিসেবে ভেবেছেন একাধারে ছয় ছয়টি গানের মাঝে ' এমন মায়ার কান্দন আর কেদোনা রাই বিনোদিনী ', 'শ্যামকালিয়া সোনা বন্ধুরে'সহ 'আমার বন্ধু দয়াময়,, 'শ্যাম-রুপে মন-প্রান নিল', আবার রাধারমণ দত্তের গানে কৃষ্ণকে খুঁজেছেন তিনি যতনে।
# এতোক্ষণে সবাই ভেবেছেন নিশ্চয়ই তিনি অন্য কিছুতে কর্ণপাত করেন নি! তবে জেনে রাখুন ইনি শচীন কত্তার গানে 'ভ্রমরা' তো আবার প্রখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায়ের 'এক বৈশাখে'তেও মজে যান আবেগ দিয়ে।
# এই পর্যন্ত এসে যারা ভাবছেন উনি গানের দুনিয়াতেই ঘুরেন তবে তা ভুল। উনি কিন্তু উনার পেশাগত চরিত্রকে নিজের মনের ভিতরে নিয়েছেন তার প্রমাণ দিয়েছেন 'মোবাইল ফোন ক্ষতিকর / ক্ষতিকর নয়', আছে তুলসী পাতার ভেষজ গুন নিয়েও উনার কথা। আছে 'STROKE (স্ট্রোক): সণাক্তকরণে সাধারণ উপায়' নিয়ে সচেতনতা।
# আছে রাজনীতি নিয়ে উনার রম্যরস 'খাবার খেতে নয় – খাবার হিসেবে'।
# শুধুই রমরস বোধেই নয়, উনি উনার রসনা থুক্কু রসবিলাসের পরিচয় দিয়েছে 'মধুকথা' লিখে।
# শুধু কি এই? বিশ্বের বৃহত্তম সৌর শক্তি চালিত জাহাজ নিয়ে কথা বলার পাশাপাশি উনি সেই অপার রহস্যের আধার শেষ আশ্রয় 'বিশ্বের সর্ব বৃহৎ কবরস্থান' নিয়েও লিখেছেন।
# বিবিধের কাতারে আছে চলচ্চিত্র নিয়ে ভাবনার কথা 'বাইশে শ্রবন- সাধারন কাহিনীর অসাধারন উপস্থাপনা।' এবং হৃদয়ে চিরসবুজ চিত্রনায়িকা 'সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত' নিয়ে উপস্থাপনা।
#সাহিত্য জগতে উনার প্রিয় ব্যক্তিত্ব সোনেলায় হুমায়ুন আহমেদ এবং হিমু 'কে নিয়ে জানিয়েছেন কিছু কথা।
# অন্তর্জালের এই ঠিকানায় বাকিদের নিয়ে ছিল উনার সাহসী রম্য় প্রকাশনা 'সোনেলায় যারা অন্যের লেখা পড়েন না , তাঁদের জন্য এই টেকি পোস্ট'
# ও হ্যাঁ, উনি কে? তা চেনাতেও কিন্তু উনি কম যান না। সময়ের টানে সময় দিতে না পারলেও বারেবারে ফিরে এসেছেন এবং এসেই চিনিয়েছেন নিজেকে নিয়ে কথা বলার মতো সাহস দেখিয়ে গানে গানে নিজেকে ও সোনেলাকে 'কেউ কি মনে রেখেছে আমায় ?' 'আমি শিশির কনা , সোনেলার শিশির কনা : ভুলতে দেয়া হবে না'।
# শুরু করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনায়, তাই শেষ করছি একইভাবেই 'ভালো লাগা কিছু দেশের গান' দিয়ে উনার ভাবনাতে।
এই যে এতো কথা বললা উনাকে নিয়ে আজকের এই দিনে, একটাই মাত্র কারণে। আমাদের প্রিয় এই শিশির কণার জীবনে আজ বাদে কাল অর্থাৎ ৩রা ডিসেম্বর, ২০১৫'তে গায়ে হলুদ এবং ৪ঠা ডিসেম্বর,২০১৫'তে উনার শুভ বিবাহ।
উনাকে নিয়ে হঠাৎ এতো কথার আয়োজন উনার নতুন জীবনের শুভ কামনা। কথায় আছে 'মানুষ আপন কর্মে পরিচিত হয়'। তাই অন্তর্জালের উনাকে উনার কর্মের মাধ্যমে সেই পুরনোকেই নতুন করে পরিচিত করালাম উনার দাম্পত্য জীবনের সূচনায় এই ঠিকানার সবার শুভেচ্ছায়।
জানি না উনি এই নতুন জীবন সামলে আবার আমাদের মাঝে কবে ফিরবেন, তবে বিশ্বাস রাখি উনি ফিরবেন উনার আনন্দের ভরপুর নতুন জীবনের শান্তি আমাদের মাঝে ছড়াতে।
-{@ (3 শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা আপনাদের দুজন ও সবাইকে। (3 -{@
Thumbnails managed by ThumbPress
৪৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি দেখছি আমাদের একান্ত পুরনো ব্লগারকে নিয়ে গবেষণা পত্র খুলে বসেছেন।
খুব ই বর্ণাঢ্য তাঁর উপস্থিতি আমাদের সবার প্রিয় সোনেলায়।
আর তার গানরাজ্য সে আমাদের বিমোহিত করেছে চূড়ান্ত ভাবেই।
তাঁর নতুনতম জীবনারম্ভে উপস্থিত থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছি।
নীতেশ কে ধন্যবাদ দেয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না।
নীতেশ বড়ুয়া
আমাকে ধন্যবাদ দেওয়া মোতেই উচিত হবে না কারণ উনাকে তো উনার কর্ম দিয়েই দেখিয়েছি! আমার তো কিছুই নেই।
বরং আমি সৌভাগ্যবান যে এমন কিছু মানুষের জীবনের বিশেষ কিছু নিয়ে আমি কিছু বলতে পারছি।
শিশির কণাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। -{@
লীলাবতী
শিশির কনা আপুর বিয়ে?আনন্দে তো নাচতে ইচ্ছে করছে।আমাদের সোনেলা পরিবারে প্রায় প্রথম থেকেই আছেন এই আপু।পরিবারে আজ আনন্দের বন্যা।পড়াশুনার চাপে ব্লগে আসা কমিয়ে দিয়েছেন উনি।পড়াশুনা শেষ হলে অবশ্যই উনি আবার ফিরে আসবেন আপন মহিমায় এই বিশ্বাস আছে আমার।
আপুর নতুন জীবন সুখ আর আনন্দে ঝলমল করুক,আন্তরিক ভাবে এই দোয়া করছি আল্লাহ্র দরবারে।
নীতেশ ভাইয়া আপনি খুবই আন্তরিক,সহ-ব্লগারদের কিভাবে সন্মান দিতে হয়,আপনি তা জানেন।
নীতেশ বড়ুয়া
আরে আমিও আজকেই জানতে পেরেছি এই বিষয়ে এবং তাঁকে যে ব্যক্তিগতভাবে আমিও চিনতাম তা আজকেই জানলাম যে তিনি সেই। যদিও উনি আমার এক পোস্টে মন্তব্যে তার ইঙ্গিত দিয়েছিলেন যা বুঝিনি :p
হেহেহহে… আমি যেমন আন্তরিক তেমনই ঠোঁটকাটা :p
আমারও নাচতে ইচ্ছে করছে এই খুশীর সংবাদে \|/
লীলাবতী
আমাকেও হয়ত আপনি চেনেন :p
নীতেশ বড়ুয়া
কি করে চিনি! এখনো পর্যন্ত কোন সাক্ষী মেলেনি, সবাই অস্বীকার করে আপনাকে চেনার :@ ^:^
লীলাবতী
আচ্ছা আমাকে চিনিয়ে দিচ্ছি আমার পরবর্তী লেখায়।এরপরে অবশ্যই চিনবেন আমাকে 😀
নীতেশ বড়ুয়া
ঘটনা দিয়ে চেনাবেন নাকি অন্য কোনভাবে! আমি যতদূর জানি সোনেলা মিলনমেলায় ২০১৩ সালে আপনি আসেন নি লীলাপু। তাহলে??? ;?
পরবর্তী লেখায় কুহেলিকার ধ্বজা উড়ালে কিন্তু ২০১৬ এর সোনেলা মিলনমেলায় আপনার কাছ হতে সুদে আসলে উশুল করে নেবো :p
রিমি রুম্মান
বাহ্ ! অনেক কিছু জানলাম শিশির কনা আপুকে নিয়ে।
খুশির খবর হল এই প্রথম সোনেলা’র কারো বিয়ের খবর শুনলাম।
শুভকামনা নতুন জটিল এই জীবনের … -{@ \|/ \|/
নীতেশ বড়ুয়া
কিছুদিন আগে সোনেলার আরো একজনের এই নতুন জীবন শুরু হয়েছে 😀
দীপংকর চন্দ
মুগ্ধতা পুনরায় সুন্দর এবং পরিশ্রমী আয়োজনে নীতেশ দা।
শ্রদ্ধা আন্তরিকতায়।
শুভ হোক শিশির কণার নতুন জীবন।
শুভকামনা এবং শুভকামনা। অনিঃশেষ।
নীতেশ বড়ুয়া
আজ একটু পরিশ্রম হয়েছে সত্যি :p ব্যক্তিজীবনে না দেখা মানুষকে সাজানো যায় মনের মাধুরী মিশিয়ে কিন্তু চেনাজানা মানুষকে সাজাতে?-উফফফ :p
ধন্যবাদ দীপংকর দাদা।
আপনার জন্যেও শুভ কামনা -{@
জিসান শা ইকরাম
অনলাইনে পরিচত মানুষদের মাঝে শিশিরকনাই একমাত্র মানুষ দীর্ঘ দিনের পরিচয়ের মাঝে আমার প্রতি তাঁর শ্রদ্ধার সামান্য কোন ঘাটতি নেই।তাঁর প্রতিও আমার শ্নেহের কোন ঘাটতি হয়নি সামান্য সময়েও।কখনো কোন মত পার্থক্য হয়নি তাঁর সাথে আমার।আমি যেমনটি চেয়েছি তেমনই প্রতিদান দিয়েছে সে,সোনেলায় কেহ জানতেই পারেনি আজ পর্যন্ত তাঁর সাথে আমার পারিবারিক পর্যায়েই সম্পর্ক আছে। আজ এই দিনে বন্ধু, ছেলে সহ তাঁর বাড়িতে উপস্থিত হয়েছি।শুভ বিবাহ সম্পন্ন হবার পরেই ফিরে যাবো নিজ বাড়িতে।
শিশিরের বিবাহিত জীবন আনন্দে ভরপুর থাকুক,আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।
শিশিরের সমস্ত পোষ্ট বিশ্লেষন করে,এমন একটি কষ্টসাধ্য পোষ্ট দেয়ার জন্য নীতেশকে আন্তরিক ধন্যবাদ।
নীতেশ বড়ুয়া
মাউস দিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। ক’দিন থেকে মাউস কাজ না করায় আজ কিছুটা শ্রম গিয়েছে বটে। এছাড়া কষ্টের কিছুই ছিল না যে ধন্যবাদ দিতে হবে এ নিয়ে। বরং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি এই সুযোগ পাওয়ায়… 😀
আমি নিজেও জানতাম না যে এই শিশির কণাকে আমি আগে থেকেই চিনি :p
জিসান শা ইকরাম
অত্যন্ত আনন্দঘন ও উৎসব মুখরতায় আজকে শিশির কনার গায়ে হলুদ হয়ে গেলো। একজন সোনেলা কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আমরা, ব্যপাররটাই অন্য রকম 🙂
নীতেশ বড়ুয়া
আজ বিয়ে। অনেক ভাল লাগছে যে আমাদের সোনেলা পরিবারের কারো বিয়েতে আমাদেরই একজন আছেন আর আশীর্বাদ জানাচ্ছেন।
আমাদের শুভেচ্ছা রইলো উনার ভবিষ্যতের জন্য বর্তমানকে নিয়ে খুশী হতে। \|/
নীলাঞ্জনা নীলা
শিশিরকনা আপু এমন দিনে এ গান ছাড়া বিয়ে উহু!
https://www.youtube.com/watch?v=jagqP6__aYg \|/ \|/
শুভম… -{@ (3
নীলাঞ্জনা নীলা
নীতেশদা আপনি অনেক ভালো কিছু করছেন। লীলাবতীদির জন্মদিনে লেখা, শিশিরকনা আপুর বিয়ে। বুঝেছেন আপনাকে কেন বলতাম আগে ব্লগে থাকতে? দামী ব্লগার আপনি। মনকাড়া লেখা লেখেন আর সকলকে হাসান। সবাই সেটা পারেনা। এমনই থাকুন আজন্ম। -{@
নীতেশ বড়ুয়া
আমি কোনদিনই ব্লগার হতে পারবো না, এবং হতে চাইও না। 🙂
নীলাঞ্জনা নীলা
নীতেশদা না চাইলেও হয়ে গেছেন। ব্লগে যারা লেখেন তাদেরকে ব্লগারই বলে। আর ওই হিসেবেই বললাম।
-{@
নীতেশ বড়ুয়া
বাংলা সাইট ছাড়া অন্যান্য মিডিয়া ব্লগে যারা লিখেন তাদেরও ব্লগার বলে। সে হিসেবে ফেসবুকে লিখি বলে ব্লগার হলে তবে এইখানের জন্যেও আমি ব্লগার। তা না হলে আমি কোন অর্থেই ব্লগার নই।
ধন্যবাদ দিদি। -{@
শুন্য শুন্যালয়
কতদিন শিশির কে দেখিনা ব্লগে। এবার বুঝলাম এতদিন বিয়ের জন্য আটঘাট বাঁধছিলেন। 🙂
আই লাভ শিশির কণা, তাই এই ছোট্ট ব্লগার কেও। সব ধরনের পোস্ট দিয়ে তাকে অন্য স্থানে রেখেছেন সবসময়, আজ ব্লগার হিসাবে নয়, তার জীবনের সবচাইতে আনন্দের এই দিনটিতে তার জন্য অশেষ শুভকামনা রইলো। যোগ্য নারী, যোগ্য সঙ্গি হয়ে পথ চলুক সবসময়। অনেক অনেক প্রার্থনা তার জন্যে।
দাদাভাই, কি বলবো তোকে? এমন পোস্টে তোকে অন্য স্থানে তুলে ধরছে দিনে দিনে। আমিও বলতে চাই, সবসময় এমন থাকিস। -{@
নীতেশ বড়ুয়া
:D)
আমি আবার অন্য রকম হবো কি করে! এমনই তো থাকি 😀 অবশ্য দিনে দিনে মোটা হয়ে আকারে আয়তনে বাড়ছি :p
অরুনি মায়া
খুব বেশিদিন হয়নি আমি সোনেলায় এসেছি। তাই অনেক কেই এখনো চেনা হয়ে উঠেনি। শিশির কণার মন্তব্য পুরনো কিছু পোস্ট এ দেখেছিলাম। আজ নীতেশ দার কল্যানে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ নীতেশ দা। 🙂
শিশির কণার সুখি দাম্পত্য জীবনের জন্য দোওয়া রইল। শুভ পরিণয়ের শুভ পরিণতি হোক এই কামনা করি 🙂 (3 -{@
নীতেশ বড়ুয়া
আমিও জানতে পেরেছি সোনেলার মাধ্যমে। তাই সকল ধন্যবাদ সোনেলার 😀
অরুনি মায়া
আর আপনার যে আন্তরিকতা দেখলাম সেটা কি বাদ দিতে বলছেন? উহু হবেনা
নীতেশ বড়ুয়া
মিলাইলে মিলিবে
সকলে সহিবে।
আমি আমার জায়গা থেকে বলছি এই ধন্যবাদ সকলের, সোনেলার। আমি মাধ্যম মাত্র।
অরুনি মায়া
আচ্ছা আচ্ছা আচ্ছা আমি চিৎকার দিয়া কহিলাম, “হে সোনেলা তোমায় ধন্যবাদ ” (নীতেশ দা বাদ)
😀
নীতেশ বড়ুয়া
সোনেলাকে ধন্যবাদ
আমি তো সবাক।
মারজানা ফেরদৌস রুবা
সবাই বাদ্য-বাজনা বাজাও গো, আজ আমাদের শিশির কণা’র বিয়ে।
সোনেলা পরিবারের একজনের বিয়ে আজ, এ যে ভীষণ খুশির খবর। \|/ \|/ \|/
নব-দম্পতির জন্য রইলো অফুরান শুভেচ্ছা…. -{@ -{@ -{@
অনাবিল আনন্দে কাটুক দাম্পত্য (3
নীতেশবাবু, পরিবারের সদস্যদের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে থাকছেন, সেজন্য শুভেচ্ছা -{@
নীতেশ বড়ুয়া
মোটে পথ চলা শুরু রুবাপু… দোয়া করবেন যেন সোনেলার সাথে শেষ পর্যন্ত আপনাদের উৎসাহেই এইভাবেই যেন থাকতে পারি… 😀 -{@
অপার্থিব
নব দম্পতিকে শুভেচ্ছা পৌঁছে দিয়েন… ভাল লাগলো পোষ্ট…
নীতেশ বড়ুয়া
শুভেচ্ছা পৌঁছে গেছে আপন ঠিকানায়।
ধন্যবাদ আপনাকে আর শুভেচ্ছাও -{@
নাসির সারওয়ার
আগে চেনা হয়নি শিশির কনাকে। আমি যে নতুন এই সোনেলাতে। দাদাভাই চিনিয়ে দিলো। হাতিয়ে নিলাম কিছু পুরানো পোস্ট সেই সুবাদে। ওনেক ভালো লিখিয়ে উনি। তবে ভুত টুত পোষেন কিনা কে যানে।
শিশির কনাকে স্বাগতম জানাই (শুভেচ্ছা সহ) জীবনের নতুন পালাগানে। সুর থাকুক সারাদিন রাত।
ইসস, আমার সামনের পর্বনে দাদাভাই যে কি করে, ভাবতেই পরানডা ঠাণ্ডা হইয়া গেলো।
নীতেশ বড়ুয়া
ভূত পুষলেও নীরবে পুষেন… :D)
আপনার সামনের পর্বনে আমি কিছু করার আগে জিসান ভাইয়া আর হেলাল ভাইয়া কি করেন তা নিয়েই চিন্তিত হয়ে ঠান্ডা ভাব কমিয়ে ফেলুন নাসির ভাইয়া :p
স্বপ্ন নীলা
দাদা ! অনবদ্য উপস্থাপনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ । আপনার মাধ্যমে শিশির কণা আপুর সাথে আবারও নতুন আঙ্গিকে পরিচয় হলাম, ব্লগার শিশির কণা আপুর জন্য শুভকামনা রইল —-
নীতেশ বড়ুয়া
ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকো স্বপ্ন নীলাপু। -{@
😀
মিথুন
শিশির আপুর বিয়ে!বাহ কি মজা! কিন্তু দাওয়াত কোথায়?
আমার বিয়েতে আমি সবাইকে দাওয়াত দেব আর নীতেশ দা এমন সুন্দর করে একটা পোস্ট দেবে……… 🙂
নীতেশ বড়ুয়া
এমন সুন্দর পোস্ট করার মধ্যে সিংহ ভাগই থাকবে আপনাদের দুজনের লাইভ মারামারি উপভোগ করার বর্ণনা। :D)
দাওয়াত হচ্ছে দাওয়াতখানায় :p
মিথুন
WWF নাতো ভাইয়া। কেউ আশেপাশে থাকলে শান্তিমত মাইর দিতে পারবোনা……… 🙂
নীতেশ বড়ুয়া
আমি হ্যারিপটারের সেই অদৃশ্য চাদর গায়ে জড়িয়ে নেবো 😀
ছাইরাছ হেলাল
মহান স্রষ্টার ইচ্ছায় তাঁর বিয়ে আজ সুসম্পন্ন হলো।
উপস্থিত থাকতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি।
নীতেশ বড়ুয়া
আমাদেরকেও ভাগ্যবান করুন বিস্তারিত জানিয়ে পোস্ট দিয়ে… 😀
শিশির কণার নতুন এবং দাম্পত্য জীবনের জন্য আবারো শুভেচ্ছা। -{@
ছাইরাছ হেলাল
অবশ্যই ভাবনায় আছে কিছু জানানোর চেষ্টা।
একটু অপেক্ষা করতেই হবে।
ভ্রমনে লেখা নাস্তি!!
নীতেশ বড়ুয়া
সাথে যদি থাকে এমন লেখায় হস্তী তো নাস্তিতেই হবে মাস্তি 😀
ব্লগার সজীব
বাহ বাহ, আমাদের শিশির কনা আপুর বিয়ে হয়ে গিয়েছে 🙂 ? আপুর নতুন জীবনে সুখের বাতাস বহমান থাকুক এই কামনা করি।আপু কবে আসবেন ব্লগে?
মোঃ মজিবর রহমান
আমি এই সময়ে এখানে নতুন ছিলাম। এমন একজন বিভিন্ন শাখায় ভ্রমণ করা লেখা বিমহিত করে নিশ্চয়। অনেক জানলাম তাঁর সম্পর্কে। আজ হয়তো ঘরে অনেক জন। তাঁকে সালাম।