শির শিরে হেমন্ত হাওয়া

ছাইরাছ হেলাল ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ১০:১৬:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

আকস্মিক ঘূর্ণির মত বিস্মিত আবেগে
দূরাগত স্পষ্ট-অস্পষ্ট এক ডাক শুনতে পাই,
একটু কাব্য-কথা-ভাবনার, ইন্দ্রজালের মত;
গোধূলিতে ফেলে রাখা এক টুকরো আলোতে,
খামখেয়ালী দীর্ঘশ্বাসের এ যেন এক দীঘল আশীর্বাদ;
হেমন্ত-ডাকা শিশির সকালের শির শিরে হাওয়ার
সুখ-আবেশের ঝিকিমিকি আলোর জলস্রোতে।

সব পেয়েছির প্রাসাদ না হোক, না হোক দিগ্বিজয়,
একটুখানি ক্ষীণ আওয়াজ, হৃদয়ের রুপালী পর্দায়
শব্দহীন কোমল সবুজ স্তব্ধতা নিয়ে আসে
ম্লান-দীর্ঘশ্বাস শেষে;

নির্বিকার অদৃষ্ট রেখার শেষ প্রান্তে বিধিনিষেধের
একজন বেড়ি-পড়া ছাপোষা বিদীর্ণ মানুষের
আত্মদানের স্বস্তির চঞ্চলতা।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ