
আকস্মিক ঘূর্ণির মত বিস্মিত আবেগে
দূরাগত স্পষ্ট-অস্পষ্ট এক ডাক শুনতে পাই,
একটু কাব্য-কথা-ভাবনার, ইন্দ্রজালের মত;
গোধূলিতে ফেলে রাখা এক টুকরো আলোতে,
খামখেয়ালী দীর্ঘশ্বাসের এ যেন এক দীঘল আশীর্বাদ;
হেমন্ত-ডাকা শিশির সকালের শির শিরে হাওয়ার
সুখ-আবেশের ঝিকিমিকি আলোর জলস্রোতে।
সব পেয়েছির প্রাসাদ না হোক, না হোক দিগ্বিজয়,
একটুখানি ক্ষীণ আওয়াজ, হৃদয়ের রুপালী পর্দায়
শব্দহীন কোমল সবুজ স্তব্ধতা নিয়ে আসে
ম্লান-দীর্ঘশ্বাস শেষে;
নির্বিকার অদৃষ্ট রেখার শেষ প্রান্তে বিধিনিষেধের
একজন বেড়ি-পড়া ছাপোষা বিদীর্ণ মানুষের
আত্মদানের স্বস্তির চঞ্চলতা।
ছবি নেটের।
১৪টি মন্তব্য
বন্যা লিপি
তাহলে শেষমেষ ব্যাতীক্রমি শরত বিদায়ের আগমনী বাতাসের আর শিশির ভেজা ঘাসের বুক দখল করতে হেমন্ত উঁকিঝুঁকি মারতে চলেই এলো।
ছাইরাছ হেলাল
হ্যা, হেমন্ত-বরণ চালু হয়ে গেল,
ইচ্ছে আছে হেমন্তের সাথে আরও কিছু কথা বলার।
পড়ার জন্য ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
নির্বিকার অদৃষ্ট রেখার শেষ প্রান্তে বিধিনিষেধের
একজন বেড়ি-পড়া ছাপোষা বিদীর্ণ মানুষের
আত্মদানের স্বস্তির চঞ্চলতা।***
শুভ কামনা। শুভ সকাল।
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন, ধন্যবাদ।
আরজু মুক্তা
হেমন্ত লাজুক ঋতু। ঘোমটা খুলে কাব্য ছড়াতে ছড়াতে চলে যায়। তারপরও কবিরা কলম নিয়ে অপেক্ষায়।
ছাইরাছ হেলাল
যতই লাজুকতা দেখাক, ছেড়ে দিচ্ছি না কিছুতেই।
দেখতে থাকুন।
ভাল থাকুন।
তৌহিদ
হেমন্ত এসেই গেলো দুয়ারে। এই অসহ্য গরম আর ভালো লাগছেনা। এবার হয়তো স্বস্তি আসবে।
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
শির শিরে বাতাস কিন্তু আমাদের স্বস্তি দিতে শুরু করেছে।
আপনিও ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“হেমন্ত-ডাকা শিশির সকালের শির শিরে হাওয়ার
সুখ-আবেশের ঝিকিমিকি আলোর জলস্রোতে।”
হেমন্ত এলো বলে ছবি দেখে লেখা।
নাকি লিখেই ছবি আঁকা।
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কিছু তো একটা দেখতেই হয়, তা না হলে এই অনুভব আসবে কোত্থেকে।
ভাল থাকবেন ভাই, এমন ছন্দ নিয়ে।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
এখনো হেমন্তের শির শির বাতাস খুঁজে পাইনি তবে আপনার সুন্দর লেখনীতে হেমন্ত অনুভবে বুঝে নিলাম। স্বস্তির চঞ্চলতা দ্বিগুন বেড়ে যাক। শুভ কামনা রইলো অহর্নিশি। ভালো থাকবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
পাবেন পাবেন, শির শিরে বাতাস কিন্তু এসে গেছে, উত্তরের জানালায় একটু উঁকিঝুঁকি দিন।
অবশ্যই স্বস্তি এসে যাবে, এসে গেছে।
ভাল থাকবেন।
উর্বশী
একটু কাব্য- কাথা- ভাবনার , ইন্দ্রজালের মত
গোধূলিতে ফেলে রাখা এক টুকরো আলোতে,
খামখেয়ালী দীর্ঘ শ্বাসের এ যেন এক দীঘল আশীর্বাদ।
বাপরে! কি সুন্দর শব্দ চয়ন।হেমন্ত– আপনি — আপনার লেখা
এক অপরুপ শোভায় পরিণত। বেশ ভাল লাগলো। শুভ কামনা সব সময়।
ছাইরাছ হেলাল
অনেক অনেক সুন্দর মন্তব্য আপনিও করেন।
ভাল থাকবেন।