শিরোনামে যখন পাপিয়া !

সুপায়ন বড়ুয়া ২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ০৮:৩০:২১পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

পাপিয়া তোমার জন্য আমার বাম অলিন্দে জমা থাকা সহানুভূতিটুকু
উধাও হয়ে যায় নিমিষে।
যখন দেখি তোমার কোমরে পড়েছে দড়ি
পায়ে পড়েছে নপুর বিহীন শিকল
অবলা নারীদের অনৈতিক কাজে ব্যবহার করার জন্য।

তোমার জন্য জমা থাকা এক চিলতে ভালবাসা হয় কাঁচে বাঁধানো মরিচিকা
যখন তোমার মুখোশ উন্মোচিত হয়
ডাইনীর বেশে লাঠি হাতে নিয়ে
পাঁচ তারা হোটেলে ছাড়ো হুন্কার।

আমার করুণা হয় তাদের জন্য
যারা ষোড়সী ললনাদের
ঐ পাঁচতারা হোটেলে ব্যবহার করত টিস্যু পেপারের মতো।
করুনা হয় তাদের জন্য
যারা তোমার রুপকে ব্যবহার করে টেন্ডার বাজি করত।
করুনা হয় তাদের জন্য
তোমার রুপের মোহে সচিবালয়ের দরজা যেত খুলে
লাইসেন্স মিলে যায় নিমেষে।

করুণা হয় তাদের জন্য
যারা তোমার নরম হাতে নীল পানি পান করার জন্য থাকতো প্রতিক্ষায়।
লাখ টাকা নিয়ে থাকতো লাইনে
তোমার সানিধ্য পাওয়ার আশায়।
ক্রেডিট কার্ডের পিন নাম্বার দিত চিরকুটে
নানান ব্র্যান্ডের তরল পানি, গাড়ী , বাড়ি
থাকতো উপঢৌকনের তালিকায়
অথচ ভুলে থাকত বাড়িতে প্রতীক্ষায় থাকা
সুন্দরী বধু আর ফুটফুটে শিশু কন্যাটিকে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ