বসন্তবাবুর আগমনে বাসন্তী শুভেচ্ছা

স্বপ্ন নীলা ১৩ ফেব্রুয়ারি ২০১৭, সোমবার, ১২:০৪:০৩পূর্বাহ্ন বিবিধ ২২ মন্তব্য

হলুদ পাঞ্জাবী আর পা’জামা পরে বসন্তবাবু ধী-রে ধীরে শিমুল পলাশ বাগানের ভেতর দিয়ে এগিয়ে আসছে, পাখি উড়ছে-পাখি বসছে শিমুলের ডালে,বিকেলের পরন্ত আলো শিমুল পলাশের সাথে খেলা করছে , শুকনো ঝরা বাঁশপাতায় মেঠো পথটা যেন বিছানা হয়ে আছে, বসন্তবাবুর জুতোর নীচে শুকনো বাঁশপাতা মচমচ করে ভেঙ্গে বনের নিরবতাকে জাগিয়ে দিচ্ছে, মাধবী লতার গাছের ফাঁক দিয়ে শেষ বিকেলের সূর্য্য তার সিগ্ধ হাসি ঝরাচ্ছে ------ আলতা পায়ে বাসন্তীরানী মেঠো পথে ধীরলয়ে পা ফেলছে, শিমুল গাছের নীচে বাসন্তীরানীর লম্বা বেনীর উপর লালপেরে হলুদ শাড়ীর আঁচল উড়ছে ! লাল চুড়ির ঝনঝনানীতে ঘুমন্ত শিমুল ফুল জেগে যা্চ্ছে, কোকিল কুহ্ তালে গান ধরেছে, আজ বাসন্তীরানীর চোখের ওপারে কিসের এত কষ্ট-সুখ ! সেই কষ্ট-সুখই রবি ঠাকুরের গান হয়ে ঝরে পড়ছে শিমুল পলাশ বনে-বসন্তবাবুর মনে --

“আহা আজি এ বসন্তে
এত ফুল ফোটে, এত বাঁশি বাজে
এত পাখি গায় আহা আজি এ বসন্তে।।

সখির হৃদয় কুসুম কোমল
আর অনাদরে আজি ঝড়ে যায়
কেন কাছে আস, কেন মিছে হাসো
কাছে যে আসে তো, সে তো আসিতে না চায়।।

সুখে আছে যারা সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুঃখিনী নারীর নয়নেরও নীড়
সুখি জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না তারা বুঝেও বোঝেনা
তারা ফিরেও না চায়।। ” ----

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress