
কেমন আছেন সবাই?
আশাকরি অনেক ভালো আছেন৷
দিনের শুরুটা যদি সুন্দর হয় সেই দিনটাই নাকি ভালো যায়৷
ইংরেজিতে বলে Morning shows the day .
কেমন হবে যদি অফিসে মেইলে ঢুকেই দেখেন চমৎকার একটা সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে, অথবা কেউ আপনার জন্মদিন মনে না রাখলেও ঠিক রাত বারোটায় একজন শুভেচ্ছাসহ মেইল ঠিকই দিয়েছে৷
আপনার ম্যারেজ এনিভারসিরি আপনারই মনে নেই, কিন্তু সেই বিশেষ ব্যাক্তির ঠিকই মনে আছে!
আপনার ছেলের আগামী কাল বার্থডে, কেক কেনার কথা যদি আগের দিনই কোন অনলাইন শপিং কোম্পানি আপনাকে স্মরণ করিয়ে দেয়, তাদের সেল তো বেশী হবেই৷
আপনাকে একজন বিদেশী বায়ারকে রাত ৩ টায়, প্রায়ই মেইল করতে হয়, কারন তার সাথে আপনার টাইম জোন মিলে না৷
ক্লাসের সবচেয়ে ফাঁকিবাজ ছেলেটাও ভোর ৫টায় প্রযেক্ট রেডি করে আপনাকে মেইল করে!!!
অথচ সকাল ১০টার আগে তার ঘুম ভাঙ্গে না৷
অথবা কাল থেকে ৩ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছেন, সেখানে সব আছে তবে ইন্টারনেট নেই 😩
আবার ঐ ৩ দিনই কয়েকটা অফিশিয়াল মেইল দিতেই হবে তাও আবার নির্দিষ্ট টাইমে!!!
জ্বী, জিমেইলের নতুন একটি স্মার্ট ফিচার ইউস করে, আপনি যদি একজন চরম অলস মানুষও হন তবে আপনাকে দিয়ে এই সব কাজ একবারে ফেসবুক চালানোর মত সোজা৷
পানির মত সোজা মনে আসছিলো তবে লিখিনি, কারন পানি আসলে সোজা নয়, সমতল, তাই পানি কে স্টান্ডার্ড ধরে কোন জিনিস কে সমতল করা হয়, যাকে টেকনিক্যাল ভাষায় ওয়াটার লেভেল বলে৷
সবার সুস্থতা কামনায় এই পর্ব টা এখানেই শেষ করছি,
পরবর্তী পর্বে, কিভাবে শিডিউল মেইল করতে হয় সেটা সচিত্র, এবং চলচিত্রের মাধ্যমে দেখানো হবে৷
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন৷
১৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
পানির মত সোজা মনে আসছিলো তবে লিখিনি, কারন পানি আসলে সোজা নয়, সমতল, তাই পানি কে স্টান্ডার্ড ধরে কোন জিনিস কে সমতল করা হয়, যাকে টেকনিক্যাল ভাষায় ওয়াটার লেভেল বলে৷
দারুণ বলেছেন
সঞ্জয় কুমার
😀😀😀😁
ধন্যবাদ৷
মনির হোসেন মমি
অপেক্ষায় রইলাম।
সঞ্জয় কুমার
আসছি কিছুদিনের মধ্যে৷
কামাল উদ্দিন
এমন হলে তো ভালো, তবে এসব করে প্রযুক্তি আমাদেরকে দিনে দিনে অলস করে তুলছে।
সঞ্জয় কুমার
একদম ঠিক কিছুক্ষেত্রে অলস করছে ঠিকই, তবে প্রযুক্তির সুবিধা গুলিও কম নয়৷
ফেসবুক কে আমরা শুধুমাত্র বিনোদনের উৎস মনে করি, আবার কেউ এফ কমার্স করে ভালো ব্যাবসাও করছে৷
আসলে প্রযুক্তি চাকুর মতো, এটা দিয়ে খুনও করা যায় আবার অপারেশন করে রোগ ভালোও করা যায়৷
ধন্যবাদ আপনাকে৷
এস.জেড বাবু
একটা চমৎকার এডভান্টেজ জানা হয়ে গেল। অনেক ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রে এটা প্রার্থনার ফল স্বরূপ।
সুন্দর উপস্থাপনায় তথ্য প্রযুক্তির আগামী-
অভিনন্দন
সঞ্জয় কুমার
আপনাকে অনেক ধন্যবাদ
রেহানা বীথি
সুন্দর পোস্ট
সঞ্জয় কুমার
ধন্যবাদ
সঞ্জয় মালাকার
পানির মত সোজা মনে আসছিলো তবে লিখিনি, কারন পানি আসলে সোজা নয়, সমতল, তাই পানি কে স্টান্ডার্ড ধরে কোন জিনিস কে সমতল করা হয়, যাকে টেকনিক্যাল ভাষায় ওয়াটার লেভেল বলে৷
পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
জিসান শা ইকরাম
সিডিউল মেইল অপশন জিমেইলে আছে, জানা ছিল না।
ধন্যবাদ জানানোর জন্য।
শুভ কামনা।
সঞ্জয় কুমার
আপনাকেও অনেক ধন্যবাদ৷
মাহবুবুল আলম
অনেক কিছু জানা হলো। ধন্যবাদ!
সঞ্জয় কুমার
😃😃😃
ছাইরাছ হেলাল
এই-ই জানলাম প্রথম।
অপেক্ষা করছি।
সঞ্জয় কুমার
খুব- ই ভালো৷