শিক্ষা হলো জীবন রথে
অমূল্য এক শক্তি,
শিশু কিশোর পাঠশালাতে
শেখে পাঠ্য ভক্তি।

জীবন চলার দীঘল পথে
কত রকম খেলা,
শিক্ষাবিহীন সেই জীবনে
অন্ধকারের মেলা।

শিক্ষা হলো সুপ্ত মনের
অন্ধকার ভেদ করে,
অন্ধকার ভেদ করে সেথায়
আলো দিয়ে ভরে।

শিক্ষাবিহীন জীবনের দাম
নেই তো ধরার বুকে,
শিক্ষিত জন অবাধ গমন
করে মহা সুখে।

শিক্ষিত হও তোমরা সবে
দূর কর সব কালো,
জীবন মুখে চলার পথে
ছিনে আনে আলো।

রচনাকালঃ
৩১/০৭/২০২১

স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+২
_________________________
বাড়ি যাবো
জাহাঙ্গীর আলম অপূর্ব

বাবা মায়ের কাছে যাবে
রেলগাড়িতে চড়ে,
তাদের জন্য জিনিস নেবো
থলেখানি ভরে।

অবহেলায় পড়ে আছেন
তাঁরা অজগাঁয়ে,
সুখে-দুখে তারা থাকেন
তমাল তরু ছায়ে।

অযত্ন আর অবহেলা
ভীষণ কষ্ট করে,
সারাজীবন শুধু তারা
থাকে কুড়ে ঘরে।

এমন করে বাবা মায়ের
সময় যায় রে চলে,
শুধু দুঃখ শুধু দুঃখ
সুখ আসে কি বলে।

এত কষ্ট সহ্য করে
আছেন তারা বেঁচে,
তাদের কাছে যেতে আমার
মনটা ওঠে নেচে।

রচনাকালঃ
৩০/০৭/২০২১

স্বরবৃত্ত ছন্দ ৪+৪/৪+২