শিক্ষাগুরু সম্মান

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার, ০৭:০১:১২পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

৪+২/৪+২/৪+৪

  1. শিক্ষাগুরু ভালো অন্ধকারের আলো
  2. শিক্ষা দেয় যে রে ভাই তবু,
  3. শিক্ষাগুরুর কথা মন নেই নিতে ব্যথা
  4.  আদেশ নিষেধ মানবো কভু।
  5. জ্ঞানের আলো জ্বালো হবে তুমিই ভালো
  6.  শিক্ষা ছাড়া কোনো পথ নাই,
  7. গুরুর জ্ঞানে মনে শিষ্যের ক্ষণে ক্ষণে
  8. সদা শিষ্য ভাবে যে তাই।
  9. মাতা পিতা গুরু তার কাছে জ্ঞান শুরু
  10. দেয় যে মনে জ্ঞানের দৃৃৃপ্ত,
  11. শিক্ষক দেব্যতুল্য সম্মান তারাই মূল্য
  12. হয়ো না তাঁর  উপর ক্ষিপ্ত।
  13. গুরুর মুখের বুলি তুলবো পায়ের ধূলি
  14. শিখবো অনেক সুন্দর কিছু,
  15. শিক্ষক শ্রেষ্ঠ ব্যক্তি  করবো তাঁকে ভক্তি
  16.  জ্ঞানের জন্য ঘুুুুরবো পিছু।
  17. শিক্ষাগুরুর দৃষ্টি শুভ কিছু সৃষ্টি
  18. গিরি সম মর্যাদা ভাই,
  19. শিক্ষক আমার মনে আদর্শ প্রতিক্ষণে
  20. তাঁর সম কেউ ধরাতে যে নাই।
রচনাকালঃ
০৬/০৭/২০২১

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ