যখন গল্প ঢেউ তোলে সমুদ্র আরোও প্রতিবাদী হয়
নিরাপত্তার বেষ্টনী ঘিরে যতোই খেলা করুক না কেন হংস-মিথুন
জলের মধ্যে সৃষ্ট ভূমি দৈর্ঘ্য-প্রস্থে এক হয়ে যায় জোতদারের হুমকিতে।
তখন মাছের নিষ্প্রভ চোখ কিছুই বলেনা।
আগুণের উপর শুয়ে খাদ্য হবার অপেক্ষা করে।
বোকা মানুষ জানেনা চাইলেও মানুষকে ধরে রাখা যায়না যুদ্ধক্ষেত্রে
‘হয় মারো, নয় মরো।’
তবে চোখের পলকে শিকার করা যায় মাছের জীবন
অতলান্ত আগুণ-জলে বারবার ফিরে আসে খাদ্য হয়ে
মানব সৃষ্ট জাল নিরাপত্তাবেষ্টিত পুকুর কিংবা সমুদ্রে ফেলে
লাশ ওঠে,
কোনো একজন প্রতিবাদী মানুষ, যার খাদ্য হয়েছিলো জলের মাছ।
হ্যামিল্টন, কানাডা
১৭ মে, ২০১৬ ইং।
**আমাদের সমাজ-ব্যবস্থা শুদ্ধ আবেগকে এতোটাই অপমানিত করছে যে, মানুষ নামের পশু হয়ে গেছি। আর গিলে চলছি মনুষ্যত্ত্বকে। যারা পথ দেখাতে আসে, তাদেরকে নর্দমায় ফেলে দেয়া হয়, আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় আমরা তাদেরকেই বাহবা দেই। মাঝে-মধ্যে ভাবি আমরা আসলে কি সত্যিই সৃষ্টির সেরা জীব নাকি সেরা পশু?
Thumbnails managed by ThumbPress
১৪টি মন্তব্য
অপার্থিব
ভাল লিখেছেন।দিনের পর দিন একটু একটু করে আমাদের এই সমাজ পচে গেছে, আমরা খেয়ালই করিনি কিংবা পচে যাওয়া দুর্গন্ধ আমাদের নাকে লাগেনি বলে ব্যক্তিক স্বার্থপরতায় এড়িয়ে গেছি। এখন এই পচে যাওয়া সমাজে বেঁচে থাকাই আমাদের নিয়তি।
নীলাঞ্জনা নীলা
ঠিকই বলেছেন। এই পঁচে যাওয়া সমাজ নিয়েই আমাদের বাস করতে হবে।
ধন্যবাদ এমন সুন্দর মন্তব্যের জন্যে। 🙂
ইকবাল কবীর
আমাদের মনুষ্যত্ব হারিয়ে গেছে। আমরা ক্ষমতার অপব্যাহারে নিজেদের বর্বরতা জন সমক্ষে দেখিয়ে নির্লজ্জ সুখের বাদ্য বাজাই। আমরা মানুষ নই, শুধু রক্তে মাংসের এক খোলস।
নীলাঞ্জনা নীলা
“আমরা মানুষ নই, শুধু রক্তে মাংসের এক খোলস”, বাহ!
মন্তব্য পেয়ে লেখাটি অনুপ্রাণিত হলো, সাথে আমিও। 🙂
ভালো থাকুন।
ইনজা
সমসাময়িক ও বাস্তবরূপ তুলে ধরেছেন আপনার কাব্যে, ধন্যবাদ দারুণ কাব্যটি লেখার জন্য।
নীলাঞ্জনা নীলা
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর মন্তব্যের জন্যে।
এভাবেই অক্ষরগুলোর পাশে থাকুন।
লীলাবতী
গত কিছুদিনের বিভিন্ন ঘটনায় মনটা এমন খারাপ হয়েছে যে এই সমাজের প্রতিই ঘৃণা জাগছে। মানুষ কিসের সেরা জীব? হিংস্রতায়, কামনায়, স্বার্থপরতায়?
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি ঠিক বলেছেন মানুষ হিংস্রতায় আর স্বার্থপরতায় সেরা। ভালোবাসায় নয়।
দেশের পত্রিকা পড়ি আর মনে হয় এমন একটা সমাজের জন্যই কি আমাদের দেশ স্বাধীন করেছিলো সম্মানিত মুক্তিযোদ্ধারা?
ভালো থাকুন। 🙂
দীপংকর চন্দ
পরিস্থিতি যতো প্রতিকূলই হোক, অটুট থাকুক আশা।
সময় পাল্টাবে, সময় পাল্টায়।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
নীলাঞ্জনা নীলা
এই আশাই তো সামনে এগিয়ে নেয়।
সুমনের গানের মতো, “আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি”
আপনিও ভালো থাকুন। অনেক ভালো। 🙂
মেহেরী তাজ
কিছু সময় মনে প্রাণে বিশ্বাস করতে ইচ্ছে করে আপু এর পরিবর্ত আসবে, ঠিক আসবে! কিন্তু কই সে বিশ্বাস টিকছে??
নীলাঞ্জনা নীলা
একদিন হয়তো আসবে। সেই একদিনের জন্যেই তো আমরা সকলেই ছুটছি।
ভালো থাকুন পিচ্চি আপু। 🙂 -{@
মৌনতা রিতু
জাফর ইকবাল স্যারের মতো বলতে চাই, আমি আশা নিয়ে বাঁচি, তাই যে সমাজে তোমার আমাদের মতো মানুষ আছে, সে সমাজ রাষ্ট্র মাথা তুলে দাঁড়াবে। সভ্য মানুষের মাঝে অসভ্য মানুষ সব সময়ই আছে। তাদের ঠেলেই আমাদের উঠতে হবে।
ভালোথেকো আপু। হুমমম, দিলা নাতো শব্দ ধার ;? ;(
নীলাঞ্জনা নীলা
আপু ঠিক বলেছেন হুম আমরা ওসব অসভ্য মানুষদের ধাক্কা দিয়েই উঠবো।
শব্দ ধার দেবো আমি? 😮 আমি-ই খুঁজতে আছি শব্দ কিনমু কেউ কি আছেন আমার কাছে শব্দ বেচবেন? ;?
ভালো থেকে ভালো রাখুন। 🙂 -{@