
আজ কোথায় যে যাই, ভেবে না পাই;
যেদিকে তাকাই, শুধু করোনা’র গন্ধ পাই!
শহর বন্দর গ্রামেও শুনেছি শান্তি নাই,
যেখানে যাই, করোনা আক্রান্তের খবর পাই!
আজ ভয় ভয় মনে, চলে জনে জনে,
মুখে লাগায় মাস্ক, দেশের সব জনগণে।
হঠাৎ সর্দি-জ্বর হলে, আতঙ্ক জাগে মনে;
মনে হয় এই বুঝি, করোনায় ধরলো এক্ষণে!
দেশে বিদেশে মরছে, মানুষ অগণিত হারে,
আক্রান্তের হচ্ছে, সারাবিশ্বে হাজারে হাজারে!
আজ সবাই করোনা’র ভয়ে, থাকে দূরে দূরে,
তবু্ও পায় না রেহাই, করোনায় আক্রান্তই করে।
করোনা থেকে বাঁচতে, সরকার দিচ্ছে লকডাউন,
বিশেষজ্ঞরা বলছে, সামাজিক দূরত্ব বজায় রাখুন!
নিয়মিত হাত ধোন, মাস্ক, পিপি, গ্লাভস, পরুন,
করোনা প্রতিরোধ করতে, নিজের ঘরেই থাকুন!
এতেও রেহাই নেই, প্রতিদিন করোনায় ধরে,
একজনের কারণে দশজন, একসাথে ভুগে মরে!
মরছে যখন কাঁদে স্বজন, দাঁড়িয়ে থেকে দূরে,
দাফন-কাফন, করব, সৎকার অন্যজনে করে।
করোনা কালে, দেশের মানুষের চরম দুর্গতি,
কেউ আবার সুযোগ, বুঝে করছে কত দুর্নীতি!
সরকার দিচ্ছে ত্রাণ, কেউ করছে চুরি ডাকাতি,
গরিবের হক খাচ্ছে লুটে, নেই কারোর সুমতি!
শান্তি নাই শান্তি নাই, চাকরিজীবীর চাকরি নাই,
দিনমজুরের কাজ নাই, গরিবের পেটে ভাত নাই,
ব্যবসায়ীর ব্যবসা নাই, করোনা’র চিকিৎসা নাই,
শান্তি নাই শান্তি নাই, করোনা থেকে রক্ষা নাই!
৩১টি মন্তব্য
ফয়জুল মহী
সারা বিশ্ব আজ মহামারীতে আক্রান্ত । কেমন আছেন আপনি
নিতাই বাবু
আমি বেশি ভালো নেই দাদা। করোনায় অনেকদিক দিয়ে ক্ষতি হয়ে গেলো।
মোঃ মজিবর রহমান
অপুর্ব উপস্থাপন দাদামশাই।
দাদা আজ বা অতীত ঘেটে জানা যাবে দিন মজুর এর সমস্যা আছে কিন্তু কাজ পেয়ে যায়।উচ্চ শ্রেনীর সমস্যা নাই। সমস্যা খুদ্র চাকরিজিবি চাকরি হারালেই সব শেষ কারোন জমানো টাকা ও জমি নাই।
খুব বড় সমস্যা পংগু ও জমি নাই বা মেধা কম এদের।
এই করোনায় ভাল থাকুন সুস্থ থাকুন। দাদামশাই।
নিতাই বাবু
কেমন আছেন দাদা? করোনাকালে আমি বেশি ভালো নেই। নতুন করে চাকরি খুঁজতে হচ্ছে।
মোঃ মজিবর রহমান
স্যাম আমার একই অবস্থা।
আল্লাহ সহায় হোক কাজ পান এই প্রত্যাশা করি।
ছাইরাছ হেলাল
লেখা তো পুরো করোনার সালতামামি তুলে এনেছেন।
এত লাল কৈ পাইলেন!! করোনা কালে!!
সুপর্ণা ফাল্গুনী
দাদা মনে হয় রেড জোন এ আছে তাই লালে সয়লাব। 🙄🙄
ছাইরাছ হেলাল
বিধাতা এবারের মত আমাদের মাফ করে দিক।
নিতাই বাবু
লেখাটি পরীক্ষামূলকভাবে ব্লগে দেখা হয়েছে দিদি। আমি মনে করেছিলাম, যদিও আমি আমার মোবাইলে লাল লেখা দেখতে পাচ্ছি, হয়তো অন্য কেহ এই লাল লেখা দেখবে না; সবার জন্য কালো রঙের লেখাই প্রদর্শিত হচ্ছে। কিন্তু না, আপনাদের মন্তব্যের ভিত্তিতে বুঝতে পারছি, সবাই লাল লেখাই দেখছে।
ভালো থাকবেন দিদি।
নিতাই বাবু
পরীক্ষা করে দেখলাম, ব্লগে লাল রঙের লেখা প্রদর্শন হয় কিনা। আমি মনে করেছিলাম, যদিও আমি আমার মোবাইলে লাল লেখা দেখতে পাচ্ছি, হয়তো অন্য কেহ এই লাল লেখা দেখবে না; সবার জন্য কালো রঙের লেখাই প্রদর্শিত হচ্ছে। কিন্তু না, আপনার মন্তব্যের ভিত্তিতে বুঝতে পারছি, সবাই লাল লেখাই দেখছে।
ভালো থাকবেন কবি মহারাজ।
নিতাই বাবু
লেখা লাল করে পরীক্ষামূলকভাবে ব্লগে দেখা হয়েছে কবি মহারাজ।
মোঃ মজিবর রহমান
নারায়নগঞ্জ রেড জোন এ৷
নিতাই বাবু
আমি রেড জোনে নেই, দাদা।
মোঃ মজিবর রহমান
হ্যা বর্তমানে নেই কিন্তু নারাগঞ্জ বেশি আক্রান্ত এলাকায়।
সুপর্ণা ফাল্গুনী
করোনা নিয়ে কবিতা হলেও ছন্দময়, সুন্দর পুরো করোনার ছবি উঠে এসেছে। আসলেই শান্তিতে নাই। অস্থির হয়ে আছি। দাদার জন্য শুভ কামনা রইলো
নিতাই বাবু
করোনাকালে আরা কেউ ভালো নেই, দিদি।
আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদের সাথে থাকলো শুভকামনা, শ্রদ্ধেয় দিদি।
প্রদীপ চক্রবর্তী
কোথায় শান্তি নাই।
কবে যে শান্তি ফিরে আসবে একমাত্র সৃষ্টিকর্তা জানেন।
.
দারুণ কথন দাদা।
নিতাই বাবু
নাই নাই দাদা, কোথাও শান্তি নাই। এখন কোথাও যাবার জায়গাটুকুও নেই।
মন্তব্যের জন্য অসংখ্যধন্যবাদ জানাচ্ছি।
নীরা সাদীয়া
ঘরে বন্দী থাকুন, নয়ত এত এত কিছু পরে তারপর বাইরে যান। এ এক অসহ্য যন্ত্রণা।
নিতাই বাবু
এই করোনাকালে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, দিদি। যা প্রকাশ করা সম্ভব নয়। তবুও মহান সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে বেঁচে আছি।
আপনাদের জন্য শুভকামনা থাকলো।
সুপায়ন বড়ুয়া
করোনা নিয়ে লাল হরফে কবিতা হলেও সুন্দর করোনার ছবি উঠে এসেছে। আসলেই শান্তিতে নাই। অস্থির হয়ে আছি।
দাদার জন্য শুভ কামনা রইলো
নিতাই বাবু
দেশের অনেক জায়গা রেড জোনের আওতায় আছে। তাই করোনাকালে লাল হরফের লেখা দিয়েছি। তবে হ্যাঁ, এটা পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে। ব্লগ থেকে লাল রং করা হয়নি। আমি এখন নিশ্চিত, ব্লগে লাল, নীল, সবুজ-সহ কয়েকটি রঙের লেখা ব্লগে দেওয়া সম্ভব।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
সুরাইয়া নার্গিস
ভালো লিখছেন শ্রদ্ধেয় দাদা।
আল্লাহ্ আমাদের করোনা মুক্ত করুন, সবার মনে শান্তি ফিরে আসুক।
ভালো থাকবেন দাদা, আপনার সুস্থতা কামনা করছি।
নিতাই বাবু
এই সময়ে আপনিও পরিবারের ভালো থাকবেন, শ্রদ্ধেয় দিদি।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব ভালো লিখেছেন দাদা। অপূর্ব — ‘মরছে যখন কাঁদে স্বজন, দাঁড়িয়ে থেকে দূরে,
দাফন-কাফন, করব, সৎকার অন্যজনে করে।
করোনা কালে, দেশের মানুষের চরম দুর্গতি,
কেউ আবার সুযোগ, বুঝে করছে কত দুর্নীতি’!
শুভ কামনা রইলো।
নিতাই বাবু
এগুলো কোনও লেখা নয় দাদা৷ কবিতাও নয়! কোনরকম লাইন মিলিয়ে ব্লগে পোস্ট করি মাত্র।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দাদা, এমন করে বলবেন না। অনেক জ্ঞানগর্ব লেখার হাত আপনার। ভালো থাকবেন দাদা।
তৌহিদ
শান্তি নাই শান্তি নাই, কোথাও শান্তি নাই দাদা। কবে যে করোনা চলে যাবে তাই ভাবছি।
ভালো থাকুন দাদা।
নিতাই বাবু
খুবই অশান্তিতে আছি, দাদা। ক’দিন পরে আমার অবস্থা করোনা’র চেয়েও ভয়ংকর পরিস্থিতি হতে যাচ্ছে মনে হয়। মহান সৃষ্টিকর্তা সহায়। আপনাদের জন্য শুভকামনা থাকলো।
আলমগীর সরকার লিটন
রঙে লেখা লাল
এভাবেই হবে শেষ আজ অথবা কাল
নিতাই বাবু
দেশের বিভিন্ন অঞ্চল রেড জোনের আওতায় আছে বলে লেখার রং করেছি লাল। আর এখন তো দেশের অবস্থা একরকম লালই।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।