শান্তি নাই

নিতাই বাবু ১২ জুলাই ২০২০, রবিবার, ০২:২৭:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩১ মন্তব্য

আজ কোথায় যে যাই, ভেবে না পাই;

যেদিকে তাকাই, শুধু করোনা’র গন্ধ পাই!

শহর বন্দর গ্রামেও শুনেছি শান্তি নাই,

যেখানে যাই, করোনা আক্রান্তের খবর পাই!

আজ ভয় ভয় মনে, চলে জনে জনে,

মুখে লাগায় মাস্ক, দেশের সব জনগণে।

হঠাৎ সর্দি-জ্বর হলে, আতঙ্ক জাগে মনে;

মনে হয় এই বুঝি, করোনায় ধরলো এক্ষণে! 

দেশে বিদেশে মরছে, মানুষ অগণিত হারে,

আক্রান্তের হচ্ছে, সারাবিশ্বে হাজারে হাজারে! 

আজ সবাই করোনা’র ভয়ে, থাকে দূরে দূরে,

তবু্ও পায় না রেহাই, করোনায় আক্রান্তই করে।

করোনা থেকে বাঁচতে, সরকার দিচ্ছে লকডাউন,

বিশেষজ্ঞরা বলছে, সামাজিক দূরত্ব বজায় রাখুন!

নিয়মিত হাত ধোন, মাস্ক, পিপি, গ্লাভস, পরুন,

করোনা প্রতিরোধ করতে, নিজের ঘরেই থাকুন!

এতেও রেহাই নেই, প্রতিদিন করোনায় ধরে,

একজনের কারণে দশজন, একসাথে ভুগে মরে!

মরছে যখন কাঁদে স্বজন, দাঁড়িয়ে থেকে দূরে,

দাফন-কাফন, করব, সৎকার অন্যজনে করে।

করোনা কালে, দেশের মানুষের চরম দুর্গতি, 

কেউ আবার সুযোগ, বুঝে করছে কত দুর্নীতি! 

সরকার দিচ্ছে ত্রাণ, কেউ করছে চুরি ডাকাতি,

গরিবের হক খাচ্ছে লুটে, নেই কারোর সুমতি!

শান্তি নাই শান্তি নাই, চাকরিজীবীর চাকরি নাই,

দিনমজুরের কাজ নাই, গরিবের পেটে ভাত নাই,

ব্যবসায়ীর ব্যবসা নাই, করোনা’র চিকিৎসা নাই,

শান্তি নাই শান্তি নাই, করোনা থেকে রক্ষা নাই! 

৬৭৫জন ৫২৭জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ