শহর বন্দী !

সঞ্জয় মালাকার ২৯ জুন ২০১৯, শনিবার, ১১:৫০:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

বেলা আজ করেছে খেলা.....
খেলা হয়েছে পথ হারা,
আমি তো শহর বন্দী
গীটার হাতে করি খেলা!
দেখিনি গ্রাম, দেখিনি সবুজ বনোভূমি
গীটার হাতে তুলি সূরের ধ্বনি,
মা বলেছেন বন্দী পাঠশালায়
আছে সুন্দর পরিবেশ!
নেই তো খেলার সাথী
আমি শহর বন্দী,
রূপকথার গল্পে হয়
আমার পরিণতি!
ট্রাফিক জ্যামে হারায় স্বপ্ন
দেখিনি গায়ের পথ,
দেখিনি আমি গায়ের কৃষক
সোনালী ধানের রথ!
আমি যাইনি পাশের বাড়ি
খেলতে রান্নাবাড়া,
গীটার নিয়ে সঙ্গে বেশ আছি আমি !

সঞ্জয় মালাকার //

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress