
বেলা আজ করেছে খেলা.....
খেলা হয়েছে পথ হারা,
আমি তো শহর বন্দী
গীটার হাতে করি খেলা!
দেখিনি গ্রাম, দেখিনি সবুজ বনোভূমি
গীটার হাতে তুলি সূরের ধ্বনি,
মা বলেছেন বন্দী পাঠশালায়
আছে সুন্দর পরিবেশ!
নেই তো খেলার সাথী
আমি শহর বন্দী,
রূপকথার গল্পে হয়
আমার পরিণতি!
ট্রাফিক জ্যামে হারায় স্বপ্ন
দেখিনি গায়ের পথ,
দেখিনি আমি গায়ের কৃষক
সোনালী ধানের রথ!
আমি যাইনি পাশের বাড়ি
খেলতে রান্নাবাড়া,
গীটার নিয়ে সঙ্গে বেশ আছি আমি !
সঞ্জয় মালাকার //
Thumbnails managed by ThumbPress
১৭টি মন্তব্য
শাহরিন
শহরের মানুষের জীবন এমনই দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
অনেক অনেক শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
সোনালী শৈশব হারিয়ে আজ সব ফিকে হয়ে গেছে।
সুন্দর লেখেন আপনি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা ,
অনেক অনেক শ্রদ্ধা, শুভেচ্ছা অবিরাম।
শিরিন হক
খুব মিস করি আমার ছেলেবেলা, আফসোস কিন্তু সেই ছেলেবেলা আমি আমার সন্তানকে দিতে পারছি না।
খুব ভালো লাগলো দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু,
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোলাগা রইলো।
মাসুদ চয়ন
খুব সুন্দর লেখা
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা অফুরন্ত।
ভাল থাকুন সব সময় শুভেচ্ছা রইলো।
প্রদীপ চক্রবর্তী
হারিয়েছি আজ শৈশবের বর্ণীল স্মৃতি।
.
ভালো লেখনী দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা,। ভাল থাকুন সব সময় শুভেচ্ছা অফুরন্ত।
হাফেজ আহমেদ রাশেদ
খুব সুন্দর লেখা,শৈশবসঙ্গী স্মৃতিরা দোলা দিল
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাই শুভেচ্ছা অফুরন্ত
ভাল থাকুন সব সময়।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, শুভেচ্ছা অফুরন্ত।
ভাল থাকুন সব সময় শুভেচ্ছা রইলো।
আরজু মুক্তা
শৈশব হারিয়েছে তার প্রাচুর্য।।
সঞ্জয় মালাকার
সত্যি বলছেন আপু,
শৈশব হারিয়ে যাচ্ছে প্রাচুর্যের আড়ালে।
ধন্যবাদ আপু শুভেচ্ছা অফুরন্ত।
জিসান শা ইকরাম
শহরে এমনই থাকে,
একা একা বাসার চার দেয়ালের মাঝে বড় হয় এরা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা রইলো।