
তোমার শহরে আমি
অবহেলিত ধূলো।
আমার শহরে তুমি
আঁধারের আলো।
তোমার রঙিলা শহর
বৃষ্টিস্নাত সন্ধ্যা বিলাস।
আমার পরিত্যক্ত নগরীতে
শুধুই দীর্ঘকাল দীর্ঘশ্বাস।
আমার দেহ ভিটে
পরিত্যাক্ত, জনমানব শুন্য।
তোমার অখণ্ডিত যৌবন
পতিতালয়, কোলাহলে পূর্ণ।
ভালোবেসে আগলে রাখতে
কজনই বা পারে।
পরিচিত কন্ঠস্বর ভুলে গেলেই
অনুভুতিরা কেঁদেই হারে।
ডায়েরির বয়স পাতা
কেবলই সাদা শূন্যতা।
ভালো থেকো নিজের মতো
নিয়ে অসৎ পূর্ণতা।
ছবিঃ সংগৃহীত
১১টি মন্তব্য
হালিম নজরুল
তোমার রঙিলা শহর
বৃষ্টিস্নাত সন্ধ্যা বিলাস।
আমার পরিত্যক্ত নগরীতে
শুধুই দীর্ঘকাল দীর্ঘশ্বাস।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লেগেছে কবিতা। কারো ঘরে আঁধার আর কারো ঘরে আলোর ঝলকানি। শুভ কামনা রইলো
নৃ মাসুদ রানা
ধন্যবাদ কবিবর
সুপায়ন বড়ুয়া
“ডায়েরির বয়স পাতা
কেবলই সাদা শূন্যতা।
ভালো থেকো নিজের মতো
নিয়ে অসৎ পূর্ণতা।“
ভালো লাগলো কবিতা
ভালো থেকো নিজের মতো
নিয়ে সৎ পূর্ণতা। শুভ কামনা।
নৃ মাসুদ রানা
ইনশাআল্লাহ, পৃথিবীতে ভালো থাকার নাটক করছি নিয়মিত।
সাবিনা ইয়াসমিন
ভালোবেসে সবাই আগলে রাখতে পারেনা। সবার পক্ষে ভালবাসা আঁকড়ে থাকাও সম্ভব না। আশা-হতাশার পথেই জীবনের চাকা ঘুরতে থাকে।
শুভ কামনা 🌹🌹
নৃ মাসুদ রানা
ঠিক বলেছেন।
জিসান শা ইকরাম
ভালো লেগেছে, চমৎকার কবিতা।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ
ফয়জুল মহী
ভালো লাগলো