শহরে অসম প্রেম

মুহম্মদ মাসুদ ২৩ মার্চ ২০২০, সোমবার, ১০:২৩:৩২অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

 

তোমার শহরে আমি
অবহেলিত ধূলো।
আমার শহরে তুমি
আঁধারের আলো।

তোমার রঙিলা শহর
বৃষ্টিস্নাত সন্ধ্যা বিলাস।
আমার পরিত্যক্ত নগরীতে
শুধুই দীর্ঘকাল দীর্ঘশ্বাস।

আমার দেহ ভিটে
পরিত্যাক্ত, জনমানব শুন্য।
তোমার অখণ্ডিত যৌবন
পতিতালয়, কোলাহলে পূর্ণ।

ভালোবেসে আগলে রাখতে
কজনই বা পারে।
পরিচিত কন্ঠস্বর ভুলে গেলেই
অনুভুতিরা কেঁদেই হারে।

ডায়েরির বয়স পাতা
কেবলই সাদা শূন্যতা।
ভালো থেকো নিজের মতো
নিয়ে অসৎ পূর্ণতা।

ছবিঃ সংগৃহীত

৯১৬জন ৮৭১জন
3 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ