শশী- ২

অনন্য অর্ণব ২৯ ডিসেম্বর ২০১৯, রবিবার, ১০:৪৬:৪৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

আজ নেই কোন ভয়; ভুলি সংশয়, মুক্ত বিহঙ্গে ধরি রূপ,
ভেঙ্গে পিঞ্জর নির্জীব ঘর- আপনি রহিলা পড়িয়া চুপ,
জীবনও আধার করিয়া আঁধার কত আর সহিবে-জ্বালা-
চলো না হারাই সীমানা ডিঙ্গায়ে পরিয়া বিজয় মালা ।।

ও ঘরে তোমার- তুমি তো ছিলে না কখনও সুখী'হে সাথী,
জীবন তোমাকে দিয়েছিলো শুধু নিভু জ্বলা এক বাতি,
হৃদয়হীনা'রে হৃদ-মাঝারে বসায়ে করিয়া পূজন,
তুমি যে রচিলে স্বর্গ সেথায় নরকে তা আজ বিলীন।।

যা কিছু তোমার আপনার ছিলো-ঢালিয়া দিয়াছো হেথা,
প্রাণ ভরে তার প্রতিদানে শুধু সঞ্চিলে নীল ব্যথা,
মায়ায় বাঁধিয়া বুনো হায়েনারে সুখ খোঁজা সেতো সার,
অন্ধ-বধির সহচর লয়ে হয় না যে সংসার ।।

যে তোমায় নাহি দিয়াছে কখনো বিন্দু অশ্রু-জল-
সমব্যথী কভু হয়নি ব্যথায় করেছিলো শুধু ছল,
ছাড়িয়া তাহারে করনি'ক ভুল প্রণাম তোমার তরে
চলো তবে আজ বাঁধন টুটিয়া হারাতে অসীম দূরে।।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ