শরৎ যাতনা

খাদিজাতুল কুবরা ১২ আগস্ট ২০২২, শুক্রবার, ০১:৩৫:৪২পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

সে অনেক দিন আগের কথা,

তিন পঙক্তিতে প্যারা সাজিয়ে নয় লাইনের একটি কবিতা লিখেছিলাম।

জীবনের প্রথম কবিতার হাতেখড়ি ছিল সেটি;

অদ্ভুত হলে ও সত্যি!

কবিতার শিরোনাম ছিলো “শরতের সাথে এসো”।

প্রিয় ঋতু শরতকে বড্ড ভালোবাসতাম।

ভালোবাসার মানুষের হাত রেখে হাতে  উঠোনে শতরঞ্জি পেতে, শরতের রুপোলী চাঁদ দেখার বিলাসি স্বপ্ন দেখতাম।

শরতের আকাশের উজ্জ্বল নীলে আমি মনের অজান্তেই হারিয়ে যেতাম অনায়াসে।

শ্যামলা বরণ গায়ের রঙ তামাটে হলেও ভাদ্রের রোদ আমার পছন্দের শীর্ষে ছিল।

আষাঢ়ের থমথমে মেঘে আশার ভরাডুবি ছাড়া আর কিছু খুঁজে পাইনি কোনদিনই।

যাক সেসব কথা, পুরনো স্মৃতি চারণে বাড়ে ব্যাথা!

আশ্চর্য হলে ও সত্যি, তুমি শরতেই এলে,

প্রায় দেড়যুগ পরে বাড়ির উঠোনে নয় মনের বাগানে।

সাথে নিয়ে এলে কাশফুল ভালোবাসা,

নীলাকাশ, রৌদ্রজ্জ্বল সকাল, চাঁদনী পশর।

শরত হেমন্ত রাঙিয়ে শীতের ওম ছড়িয়ে বসন্তের দ্বারে

আমায় অপেক্ষমান রেখে ফিরে গেলে,

  1. তোমাকে যে যেতেই হতো তুমি যে পরিযায়ী ছিলে।
৩৯৯জন ২৬৫জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ