শরৎ যন্ত্রণা

ছাইরাছ হেলাল ১২ অক্টোবর ২০১৯, শনিবার, ০৯:৩৫:২১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

ঘুম-চোখ চেয়ে আছে কত রাত অব্দি!
চেয়ে-চেয়ে দ্যাখে, নক্ষত্র রাত, নক্ষত্রের রাত,
ঐ দূর পানে, যদি খসে পড়ে দু’একটি তারা;
টের পাই রাত-পাখির-ডানা;
ঘুমিয়ে থাকি চোখ মেলে, অবশ-বিবশ-ঘুম-চোখে।

মনে পড়ে, মনে পড়ে; এই তো সেদিন, সেদিন;
সুস্থ-সবল হৃদয়ে ঘুমেরা নোঙর ফ্যালে, নোঙর ফেলে রাখে,
দিনে, রাতে, স্নিগ্ধ রূপসী স্বাদে,
মিহি হিমের জাঁকালো কাশফুল শরতে,
যন্ত্রণার ঘুম-সমুদ্র মেলেছিল ডানা ঐ উঁচুর নীলাকাশে
ইটের ফাঁক গলে চুপিসারে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ