শরৎ বন্দনা

আরজু মুক্তা ২৩ আগস্ট ২০২০, রবিবার, ০৮:৩২:০১অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

ক্লান্ত দেহ জুড়াতে
বেলকনিতে এসে দাঁড়াই।
হৃদয় কুঠুরির ঘষামাজা শেষে
মেঘমুক্ত আকাশ দেখি।
এবছর পাঁজরে প্রেম জমিয়েছিলো বর্ষাকাল,
উথাল পাতাল বাতাসে, পানির স্রোতে ;
ভেসেছে ঘর, নৌকা,  হাঁড়ি পাতিল
ফুটপাতে বেড়েছে লোকের আনাগোনা।
সাদাকালো মানুষগুলোর চেহারায়
আমের আচারের হলুদ ফাংগাস!
বাণিজ্যের জাহাজ ঢুকে পরেছে,
দুঃসহ স্মৃতি!

হঠাৎ তোমার কণ্ঠে রবীন্দ্র সংগীত!
নিজেকে ফিরে পেয়ে, দেখি
জুন,  জুলাই ক্যালেন্ডার থেকে সরে
সমাধি ফলকে আটকে আছে আগস্ট।
ফুটেছে কাশ,  শিউলি, কাঞ্চন, মাধবী
শরতের বিকেলে, " নীলাকাশে কে ভাসালে "
গানটার সাথে স্মৃতিসিক্ত অলকানন্দা।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ