শরতের বিড়াল

ছাইরাছ হেলাল ১৭ আগস্ট ২০২১, মঙ্গলবার, ০৯:৫১:০৬পূর্বাহ্ন অণুগল্প ২২ মন্তব্য

 

এবার থেকে খিদে পেলে প্রাণ বাঁচাতে কবিতা খাবো, এই শরতে, একটু ভেজা ভেজা হয়ে;
ইলিশ ভাজা, ভর্তা………...সে এক এলাহি অবস্থা;

মেনি বেড়ালটি পিছু ছাড়ে/ছাড়ছে না, গা ঘেঁসে, পায়ে পায়ে জড়িয়ে লেপটে থাকে, গোল হয়ে
গুটিসুটি মেড়ে কাছেই ঘুমায়, ইলিশ ইলিশ গন্ধে গন্ধে, নো ফরমালিন, পেল্লায় তাজা তাজা ইলিশ;

শিউরে উঠে কাঁপা কাঁপা প্রাণ নিয়ে ভাবি, গপাগপ এতো এতো রাশি রাশি প্রতিদিনের ইলিশ কী করে
কেমন করে খায়!! রোজ রোজ!! হুশ না-হারিয়ে এই ডুব সকালে মিউ মিউর আহ্লাদিপনা মিনি মিনি স্বরে,
ঘ্রাণে হলেও একটু ইলিশ চাই!!

মগজে-মস্তকে কালচক্রে পঞ্চভূতে অনিঃশেষ আনন্দে-বেদনায়; সকালের সোনালী আলোয়,
কদর্যতার ছলনা ছেড়ে-ছুড়ে কবিতার বেশুমার স্বর্ণ-মহলের ডুব-জল সাঁতার বা একটু উঁকিঝুঁকি,
আইন মেনে/ভেঙ্গে সফেদ কবিতার প্রাণঢালা কটাক্ষ/রাঙানো মন্দ নয় মোটেই!!

গান (নো রিজন) ছবি নেটের।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ