শব্দ স্মরণের দিনে

ছাইরাছ হেলাল ১৩ জুন ২০২২, সোমবার, ০৯:১৩:৩৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

অনেক অনেকানেক-দিন
আমার সাথে আমার দেখা হয়-না,
ঝুঁকে পড়ে স্থির চোখে তাকিয়ে-ও
ভাবনাগুলোর দেখা পাওয়া যায়-ই-না;

আলোয় সাঁতরে বেড়ানো ঝক্‌ঝকে
কারুকাজময় শব্দগুলো রূপ-রঙের ডানায় ভর করে
পাল্টে যাচ্ছে কী না কে জানে!

অপ্রতিরোধ্য ভাবে ভয়ানক চুপচাপ/চুপিসারে
অন্য কোথাও উঁকিঝুঁকি দিয়ে কী না কী ভাবছে!
স্থির আবেগের মালভূমিতে, কিরণ সূর্যের লালচে আভায়,
জানি না, জানতেও পারছি না।

পলকবিহীন ভাবনা-কথা গুলো দিব্যি বুদ্ধিদীপ্ত,
আমাকে না জানিয়েই!
রেখে ঢেকে কিছুই ভাবছি-না,
একাকী চোখর টিপেও না; দেব-চোখেও না;

মুহূর্তের আত্মসমর্পণে খুব ভয়, খুব-ই ভয়
টুকে রাখা স্পর্শ-কাঁচ-শব্দদের ভীরে।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ