শব্দ-সুখের আনাগোনা

ছাইরাছ হেলাল ২ আগস্ট ২০২২, মঙ্গলবার, ০৮:০৮:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

 

অনাবাদী পড়ে থাকা চলন্ত সময়ের দিকে
তাকিয়ে তাকিয়ে ভাবি,
অগোচরের নীরব নিভৃতে জীবন-স্রোতের
প্রত্ন-সুখ ঝিনুক স্তব্ধতায় হারিয়ে যাচ্ছে কী-না,
এই ভাজা-রোদ্দুরের বাদলা দিনে!!

মুগ্ধতা বিহীন নতজানু জীবনে শুধুই হারানোর ভয়,
তবুও ঠারে-ঠোরে উঁকি দেয় ঘাস-ফুল সকাল, উচাটন মনে,
নিশ্চিত কেউ না কেউ জেগে উঠবে জেগে থেকে (নিদ্রাতুর),
বাকী চাহিয়া লজ্জা দিবে বলে! রূপোর রাজ্যে;

জীবনের অণুতে অণুতে দোদুল্যমান শব্দদের নড়াচড়া,
শব্দ-জমা জলেদের নীরব কথকতা, রূপোলী আলোর মোহনীয়তা;
থাকে দিকভ্রান্তের নীল অন্ধকারের নিবিড় সুরধ্বনি
থাকে সুখ-সন্ধানের প্রতিধ্বনি, শয়তানী নিগ্রহের ভীরে।

ছবি নেটের।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ