শব্দ বিভ্রাট

পাগলা জাঈদ ১১ অক্টোবর ২০১৩, শুক্রবার, ১০:৪১:০৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

---------
তিলোত্তমা নগরীর নিষিদ্ধ বাঁকে আজ আমি শব্দ ফেরিওয়ালা
বিভাজিত গ্রামায়নের আলপথ বুকে কবি হতে চেয়েছিলাম
অগোছাল নিউরন ধরতে পারেনি ভালবাসা ও আবেগের প্রভেদ
আভিধানিক শব্দ বানিজ্যে ভরে ওঠেনি কামুক মন।

বল কি চাই ?
সলতে পোড়া রোমাঞ্চে লাজুক বধূর মৃন্ময় হাসি,
শাণ বাঁধানো উঠোনের কোনে ঢেঁকি পেষা উন্মাদনা,
সভ্য, অসভ্য বা আদিসভ্য ভালবাসার আধুনিক রসায়ন,
অথবা সোডিয়াম জ্যোৎস্নায় নাগরিক বিভীষিকা ?
আরও আছে স্বপ্ন বিলাসী খই ভাঁজা মচমচে কৈলাস,
নিলাদ্রী ছুঁয়ে আসা সন্যাসী কিশোরের কেশাগ্র ধিক্কার
কিংবা রোলস রয়েসের জানালায় বুক খোলা তন্বী কামনা।

আমার শব্দরা বাক্যে রুপান্তর হয়না
জ্যান্ত গোক্ষুর হয়ে দাঁত বসিয়ে যায় শুধু বুকের তল্লাটে।
বল তবে,
প্রযোজ্য শর্তের আরোপিত দ্বিধায় কি চাই তোমার
ভালবাসা, ঘৃণা নাকি বিভ্রান্তি ?

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ