শব্দের যোগার //

বন্যা লিপি ২৮ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ০৭:২৮:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

প্রশ্ন গুলো কেমন তরো?
শব্দগুলো কোথা হতো লই যোগাড়ে?
বিশ্বাসের ভীতে লাগলে ঘুন, বোঝাই.... এমন শব্দ পাবো কই?
আকন্ঠ ডুবে থাকা পিপাসার কলসি।হাতরে ফেরে তৃষিত শব্দের অপূর্ণতা।
ভান্ডার বড় সংকীর্ণ। হতাশা আর পিপাসা গলা জড়াজড়ি করে অপূর্ণতা
আকন্ঠ গিলে উঠি, হই বেসামাল,গিলতে গিলতে শব্দেরা এসে দখল নেয় মস্তিষ্কের
বসে গ্যাট্ হয়ে।খেলা করে আমার সমস্ত আঙুল গুলো নিয়ে।

গহীনের গভীরে লুকিয়ে থাকা একটা ছোট্ট কুঠুরীর চিলে কোঠায়,
হঠাৎ চোর গলি দিয়ে ঝাঁপিয়ে আসে রোদ্দুর!!
যেমন করে আসে দীর্ঘ রাত্রি শেষে শীতার্ত সকালে মিঠে রোদ
আমি আলোকিত হই,হই নিরুত্তাপ রৌদ্রের দহনে উষ্ণ শব্দের অধিকারী
সাদা পৃষ্ঠার বুকে ফুটে ওঠে তখনই কালো অক্ষরের বর্নিল শব্দমালা।

প্রশ্নেরা থাকুক না হয় দিশাহারা!! শব্দেরা থাকুক আমার পাহারায়।।
আমার পিপাসা বেঁচে থাকুক না হয় আজন্ম পিপাসার খোঁজে!!!

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ