শব্দের নিচে দগদগে ঘা!
উপর থেকে শুধু,
লাল সবুজ পোশাক ঢাকা!
শব্দ গিললে তবে হবো শিক্ষিত,
ভাত গিললে কি ভেতো!

বিঞ্জাপনের মতোই,
শুধু শিক্ষিতবাড়ে,
পেছনের,
কুমেরুর অন্ধকারে,
এখন পৃথিবী ঘোরে!

পেটে আলো পৌছায়নি ,
হ্যালোজেনের বিকিরণ,
শুধু রোডেই আছড়ে পড়ে!

ভাত নেই,
তাতে আমার দুঃখ নেই!
মন সংযমের,
দীক্ষা নিয়েছি বেশ,
মায়ের পেটের অন্তরালে!

দুঃখ আমারে খোজে ,
যখন তোমরা থাকো,
রথদেখা -কলাবেচার বাজারে।

সবাই খোজে দেশের,
কজন শিক্ষিত!
কেউ খোজে না ,আধারে কজন
ঘুমিয়ে আছে দুবেলার ভেতো!

শতাব্দীর ঘুম ভাঙ্গে,
জাগে,মৃত্যু হয়।
কুমেরু আজও অন্তরালে রয়!

শব্দ বাড়ে,শব্দ ঘাড়ে!
হোগলার বোঝার তলায়,
উহঃ শব্দের দগদগে ঘা বাড়ে!
@ বাড়ি,
তারিখ-১১/১০/১২
সময়-৪ঃ৩০ বিকেল

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ