
একটু সময় পেলেই উঁকি মারার অভ্যাস। একটু উঁকি ঝুঁকি না মারলে চলেই না। একটা দিনও উঁকি না মেরে থাকা সম্ভব হয় না। জানালার এক চিলতে ফাঁক দিয়ে হলেও উঁকি মারতেই হবে।
বাজে অভ্যাসটা একদমই ছিল না। আপনারাই বলেন তো কি করে অভ্যাসটা ফিরাই। অভ্যাসটা ফিরাবোই বা কি করে। জানালার ফাঁক দিয়ে যে উঠানে প্রতিদিন উঁকি দেই। সেখানে রয়েছে রসদের বাহার। আছেন নানা গুনীজন।গুনী লোকের পাশে থাকলেও অনেক কিছু শেখা যায়। শুধু কি তাই। কতো গল্প, কবিতা, এমনকি মুভির কাহিনী জানা যায়। বলেন তো এতো কিছুর লোভ কি সামলানো যায়।যাই হোক আপনারা একটু পরামর্শ দিয়ে যাবেন কিভাবে এই বাজে অভ্যাস থেকে মুক্তি পেতে পারি।
এই লোভের জায়গায় হচ্ছে সোনেলা। যেখানে ছড়িয়ে আছে নানা শব্দের সমাহার। কত রকম উপমায় সজ্জিত শব্দে কত রকমের মালা গাঁথা হয়। শব্দের রোদ্দুর ঝলক উঠানে না এসে পারা যায় না।
ব্লগ সম্পর্কে ধারণা স্বচ্ছ ছিল না। আরজু আপার অনুপ্রেরণায় ব্লগে আসা। আল্লাহ আরজু আপাকে জান্নাতবাসী করুন। ব্লগে লেখা দেই কিন্তু ছবি এড করতে পারতাম না। সাবিনা আপা শিখিয়ে দিলেন কিভাবে ছবি এড করতে হবে।আর রোকসানা আপার অনুপ্রেরণা তো সাথে আছেই। খাদিজা ছোট বোনের মতো। ব্লগে আসার আগে থেকেই ভার্চুয়াল পরিচয়। আছেন বন্যা আপা, রীতু জাহান, সুরাইয়া আক্তার, সৌবর্ণ বাঁধন দাদা, জিসান শা ইকরাম ভাই, বোরহান ভাই, ছাইরাছ হেলাল ভাই, নার্গিস রশিদ আপা। সবাই এতো ভালো লিখে। মাঝে মাঝে মন্তব্য করতে গিয়ে ভাবি ঠিকঠাক হচ্ছে তো। লেখক যাই লিখুক, পাঠকের তার মত করে ভাবার অধিকার আছে। তাই হুটহাট করে যা মনে আসে তাই মন্তব্য লিখে যাই।
মাঝে সোনেলার উঠানে আলোর ঝলকানি কমে গিয়েছিল। কেমন যেন ধুসর বিবর্ণ হয়ে পড়েছিল সোনেলার পাতা।সোনেলার পাতা আবার প্রাণ ফিরে পেয়েছে। জোনাকির আলো চারিদিকে ঝলমল করছে।
লেখক বা কবি নই। তবু নিত্য লিখে যাই। আবোল তাবোল মনে যা আসে তাই।সোনেলার সতেজ পাতা জেগে থাকুক। আমার মতো পাঠক,লেখক বারবার উঁকি দিয়ে যাক সোনেলার উঠানে।
জেগে থাকুক সোনেলা
জেগে থাকুক তাঁরা
শব্দের খেলায় নেচে উঠুক
সোনেলার পাতা।
ছবি সংগ্রহ- সোনেলা গ্যালারি
১৭টি মন্তব্য
মনির হোসেন মমি
বন্দনায় মুগ্ধ। আমিও ঠিক তাই মনে করি আর ভাবি আপনি এতো লিখেন কি করে৴৴যাই হোক শুভ কামনা রইল আপু।আর ব্লগ কর্তৃপক্ষ যেনো এই ম্যাগাজিনে জান্নাতবাসী আরজু আপুর লেখা ইনক্লোড করেন।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর শুভ কামনা!
এমনিভাবেই জেগে থাকুন সোনেলা
লেখক ও পাঠকের অন্তরে, প্রত্যাশা অনন্ত।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সৌবর্ণ বাঁধন
সোনেলা ব্যস্ততার বিরান জনপদের ধূসর গোধূলিতে এক টুকরো আলোকিত উঠান!
হালিমা আক্তার
খুব সুন্দর বলেছেন। ধন্যবাদ ও শুভকামনা রইলো।
নার্গিস রশিদ
শুভ কামনা আমারও । লেখতে পেয়ে আনন্দ পাই। শুভ কামনা।
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
আমার আরও খারাপ অবস্থা বলতে পারেন। সিগারেটের নেশার মতো শুধু ফাঁক ফোঁকর চাই। মনে হয় আরও আরও যদি সময় হতো বা পেতাম।
আর আপনি তো অনবদ্য, অসাধারণ, নিঃস্বার্থ একজন মানুষ। অবলীলায় সবার লেখা পড়েন মন্তব্য দেন। অনেককেই দেখি হিসেব করে মন্তব্য দেয়। তার লেখায় না দিলে দেয় না। এরকম আপনি না, এটা ভীষন ভালো লাগে।
লিখতে থাকুন এমন করেই,,,,
হালিমা আক্তার
আসলেই এটা একধরনের নেশা। আপনার অসাধারণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপা। আমি চেষ্টা করি সকলের লেখা পড়তে এবং মন্তব্য করতে। আপনার কথাও সঠিক বিভিন্ন গ্রুপে দেখি একই অবস্থা কিছু মানুষ লাইক মন্তব্য দিলে, সেও দেয়। সব জায়গায় কি দেয়া নেয়ার খেলা চলে। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। এভাবেই পাশে থাইকেন।
রেজওয়ানা কবির
আমার নাম নাই খেলবো না😭😭😭যাইহোক সোনেলায় সবসময় উঁকিঝুকি দেয়ার মত ভালো অভ্যাস আর কিছুই হতে পারে না। সোনেলা আছে বলেই এত কিছু শিখতে পারছি, পড়তে পারছি, লিখতে পারছি এমন প্লাটফর্মে থাকা আসলেই বিরাট ব্যাপার। আরজু মুক্তা আপু কে আল্লাহ জান্নাত নসিব করুক আমিন। লেখা ভালো হয়েছে সোনেলার পাশে থাকুন,শুভকামনা।
হালিমা আক্তার
আন্তরিক ভাবে দুঃখিত। সত্যি বলেছেন এখানে লেখা এবং পড়ার এক বিশাল সুযোগ। তাই তো উঁকি ঝুঁকি দেই। শুভ কামনা রইলো আপা।
রেজওয়ানা কবির
মজা করেছি আপু🥰
ছাইরাছ হেলাল
শব্দদের রদ্দুর ঝলক যে দেখতে পেয়েছে তাঁর মত প্রাণ নিয়েই লিখতে চাই,
কিন্তু পারছি কৈ!!
আরজু মুক্তাকে স্মরি প্রাণে-মনে।
হালিমা আক্তার
মাঝে মাঝে রাইটার ব্লক হয়। এক সময় ব্লক কেটে যাবে। আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
সু-অভ্যাস ত্যাগ করতে নেই। সোনেলার অগুনতি পাতায় আপনার শব্দের নাঁচও-যে আরও অনেক অনেক দেখতে চাই আপু! উহু, উঁকি-ঝুঁকির অভ্যাস বাদ দেয়া যাবে না।
”লেখক যাই লিখুক, পাঠকের তার মত করে ভাবার অধিকার আছে। তাই হুটহাট করে যা মনে আসে তাই মন্তব্য লিখে যাই” একদম, এমনটাই হওয়া চাই। লেখকদের যেমন যা খুশি লেখার অধিকার থাকে তেমনি নিজের মতামত স্বচ্ছন্দে প্রকাশ করাটাই হলো পাঠকের স্বাধীনতা।
ভালো থাকুন আপু। শুভ কামনা অবিরাম 🌹🌹
হালিমা আক্তার
বাদ দিতে আর পারছি কই। নেশার মত পেয়ে বসেছে। শুভ কামনা রইলো আপা। শুভ রাত্রি।