বৃষ্টি নেই। প্রচন্ড খরতাপে পুড়ছে খাতার পাতা। কলমের কালিও  শুকিয়ে গেছে। একটি লাইনও  যায় না লেখা।মগজ কাজ করে না। কেমন যেন এলোমেলো ভাবনা আচ্ছন্ন মন। কবিতা – অকবিতা কোনো টাকেই কাছে পাই না। কেমন যেন পালাই পালাই করে। দূর থেকে দেখা যায়, কাছে আসে না। হাত বাড়ালে ছোঁয়া যায় না।

চলছে হেমন্ত। নবান্নের উচ্ছ্বাস কই? নতুন ধানের সুবাসে মাদকতা নেই। এরপর আসবে শীতের হীমলতা। আবার জমবে বরফ। রুক্ষতা গ্রাস করে নিবে প্রকৃতি। ঝরাপাতার কান্নায় লেখা হবে কি নতুন কোন কাব্য! নাকি বসন্তের অপেক্ষায় থাকবো, চাতক পাখির মতো। অথবা বর্ষায় আনবে নতুন বান।

এক সময় সোনেলার পাতায় প্রতিদিনের লেখা পড়ে শেষ করতে পারতাম না। মন্তব্যে সংখ্যা একশত ছাড়িয়ে যেত। এখন মন্তব্য পঁচিশের নিচে নেমে এসেছে।

আবার উঠবে রবি, সোনেলার আকাশে 

কচি ঘাসে ভরবে উঠান 

শব্দের কলিরা ফোটাবে ফুল।

 

 

 

 

 

৩২৭জন ২১৭জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ