শনিবার

অরুণিমা মন্ডল দাস ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৯:৫২:৩০পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আজ দিনটা আগষ্ট ১৭
শনিবার।
দেখতে পাচ্ছো দিনটি সূর্যকে ছিঁড়ে বেরিয়ে আসছে আমাদের দিকে
জানিনা তোমাকে দেখলে আমার কিরকম কিরকম লাগে
এক বলতে গিয়ে আর এক বলে ফেলি
নার্ভাস লাগে
জানি এটা প্রেম নয়
আকাশবাণীর সংবাদ প্রচার নয়
কোন
বাঁধানো রক্ষনশীল সম্পর্ক ও নয়
একটু ভালোভাবে আমার কাছে বসে থাকতে পারো
আর ও বেশীক্ষন তাকিয়ে থাকতে
কিন্তু তোমার দিকে ভালো করে তাকাতেই আমি চারিদিকে কালো কালো বৃষ্টিপাত দেখতে পাই
তোমার যে চোখ আমার খুব ভালো লাগে
সেগুলো র আকর্ষন ফ্যাকাসে হতে শুরু করে
মাঠের সৌন্দর্য ও আসতে আসতে হারিয়ে যায়
নাকের ওপর তিলটা ক্রমশ স্পষ্ট হয়ে তোমার চোখের লাজুক লাল আভাটিকে জাগিয়ে তোলে
হলুদ সার্টের বোতাম বহুদূরে ছিটকে পড়ে
কল্পনায় শিহরিত হয়ে যাই
তোমার গোলাপি শরীরের রঙ গুলো আকাশের দিকে মিশে যেতে দেখে
আমার ইচ্ছে
করে
একদৌড়ে রামধনু হয়ে যায়
মেঘটার টোপর থেকে তোমার
হৃদয় ছিনিয়ে নিয়ে আসি
লুকানো গুহায় তোমার মন কুকড়ে বসে আছে
কতশত বার আমি কোলে নি
কাছে ডাকি
সে আসবেই না
আমাকে বিশ্বাসঘাতক শৃগাল ভেবে
দূরে থাকে
কষ্ট পায়
ছাউনির খড় গুলো চিবিয়ে
কেবল অসহায় ভাবে তাকিয়েই
বেঁচে থাকে।

শনিবার
বেশী মাত্রায় পারদ ঢেলে দেয় আমার উপর!

===========
কাকদ্বীপ
অরুণিমা মন্ডল দাস
কোলকাতা, ভারত।

7 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress