V

সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা ।

এক নজরে PK

পরিচালক
রাজকুমার হিরানী

প্রযোজক
রাজকুমার হিরানী
বিধু বিনোদ চোপড়া
সিদ্বার্থ রায় কাপুর

চিত্রনাট্যকার
অভিজাৎ জোশী
রাজকুমার হিরানী

অভিনেতা
আমির খান
অনুষ্কা শর্মা
সুশান্ত সিংহ রাজপূত
বোমান ঈরানী
সৌরভ শুক্লা
সঞ্জয় দত্ত

সুরকার
অজয়-অতুল
শান্তনু মৈত্র
অঙ্কিৎ তেওয়ারী

চিত্রগ্রাহক
সী কে মুরলীধরন

সম্পাদক
রাজকুমার হিরানী

স্টুডিও বিনোদ চোপড়া ফিল্ম্স্ִ
রাজকুমার হিরানী ফিল্ম্স্ִ
ইউটীভি মোশান পিক্চার্ִ
বণ্টনকারী ইউটীভি মোশান পিক্চার্ִ

মুক্তি
১৯ ডিসেম্বর ২০১৪
দৈর্ঘ্য ১৫৩ মিনিট[১]
দেশ ভারত
ভাষা হিন্দী

আয়
৩৬৮ কোটি (US$৭৩.৪২ মিলিয়ন)

IMDb rate 8.7/10

ছবির মূল কাহিনী ধর্মীয় গোড়ামী আর ঈশ্বর কে পুঁজি করে বিনা ক্যাপিটালের ব্যাবসা করা ধর্ম ব্যাবসায়ীদের মুখোশ উন্মোচন করাকে নিয়ে ।

যেসব ব্যাপার গুলি ভালো লেগেছে এবং শিক্ষণীয় মনে হয়েছে

* অপরিচিত গ্রহের যে কোন প্রাণী আমাদের পৃথিবীর অসংঙ্গতি গুলো সহজেই বুঝতে পারে কিন্তু আমরা পারি না । যেমন

#1 টাকা চেনা বা কাগজে কার ছবি থাকলে সেটা বেশী গুরুত্বপূর্ণ । PK মন্দিরের দান বাক্স থেকে টাকা চুরি করার পর মুখে কয়েকটা দেব দেবীর স্টিকার লাগিয়ে নেয় এতে চুরি করার পর হাতেনাতে ধরা পরার পরও মানুষ তাঁকে কিছু বলতে পারে না । কারণ দেব দেবীর ছবি তে আঘাত করলে পাপ হবে ।

এভাবেই আমাদের সমাজের চোর বাটপার রা ধর্মের পোষাকে নিজেদের পাপ আড়াল করে ।

#2 আইনের ফাঁক ।
রাস্তায় প্রশ্রাব করলে পুলিশে ধরবে এরপর থাকা খাওয়া সব সরকারি খরচে ।

#3 ভগবান সাইজে বড় বা ছোট হলেও কাজ একই । বড় ভগবান বেশী টাকা দিয়ে কেনার কি প্রয়োজন ?

# 4 হাসপাতালে সদ্য জন্ম নেয়া শিশু কি কোন ধর্ম নিয়ে জন্মায় ? নাকি বিশেষ ধর্মের জন্য তাঁর গায়ে আলাদা স্টিকার বা মার্কিং থাকে ?

যদিও OH MY GOD এর থেকে বেশী ভাল লেগেছিল ।

PK সবচেয়ে ভাল লেগেছে মানব মানবীর প্রেমের বিষয়টি । মানুষের পৃথিবীতে সবকিছু তে ভেজাল স্বার্থপরতা আর মিথ্যা থাকলেও একমাত্র নির্মল প্রেমে কোন কপটতা নেই ।

একান্তই আমার নিজস্ব মতামত । সবার সাথে হয়ত না ও মিলতে পারে ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ