শতবর্ষে বাঙালী শুধিছে সেই ঋণ

নিরব সাগর ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:০০:০৩পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমার জন্ম ক্ষণে স্বর্গীয় কোন পরিবর্তন হয়েছিল কিনা জানিনা
তবে একটা ভৌগোলিক সীমারেখার ঠিকই পরিবর্তন হয়েছিল।

তোমার জন্ম গ্রহণে পৃথিবী বাসী কিছু পেয়েছিল কিনা আমি জানিনা
তবে বাঙালির একজন অবিসংবাদিত নেতা ঠিকই পেয়েছিল ।

তোমার জন্মাগমনে বঙ্গভূমিতে কোন আয়োজন হয়েছিল কিনা জানিনা
তবে শোষকদের অন্তরে মৃদু কম্পন ঠিকই হয়েছিল।

তোমার জন্মদিনে কারোর মন কোন স্বপ্ন দেখেছিল কিনা আমি জানিনা
তবে সেদিন স্বাধীনতার বীজ বপন হয়েছিল।

তোমার ভূমিষ্ঠ হওয়ার এক কান্নায় সাড়ে সাত কোটি বাঙালির চোখের জল বন্ধ করে দিয়েছিল।

তোমার জন্ম সার্থক, সার্থক এই জন্ম দিন।শতবর্ষে বাঙালি তোমার
শুধিছে সেই ঋণ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ