“অহর্নিশি জ্বলজ্বলে তারার মেলায়
তোমায় ভালোবাসা বক্ষস্থিত;
শুভ্র গোলাপটি তোমার জন্য
অভিনন্দন বার্তাবাহক হয়ে ফেরে
সাফল্য দালানের প্রতিটি কংক্রিটে সাজুক
ভালোবাসার ময়ান।
সুখ– স্বাচ্ছন্দ্য অটুট থাকুক বাবুই এর ন্যায়
দিনশেষে পরিতৃপ্তিই হোক আত্মার একান্ত আধার।”
আমরা দেখেছি আজকের আকাশ কুয়াশায় ঢাকা, মেঘে-মেঘে ভারী, বৃষ্টিও টুপটাপ একফোঁটা- দুফোঁটা, আকাশের কোথাও নীলের ছোপছাপ নেই, চাঁদ- তারারাও অনুপস্থিত, দিনের সূর্যও ছিল নিবু নিবু। সবই বিশেষ কোন এক কারনে,,,কি সে কারন?
আমরা সবাই রয়েছি আজ দেশপ্রেমী এক জ্বলজ্বলে সূর্য, মোহময় চাঁদ, নির্মল তারকা, এক মহান হদয় স্বল্পভাষী মানুষের অপেক্ষায় শতশত ফুল নিয়ে তার শুভেচ্ছায়। সকলের প্রকৃতিতে এ অনুপস্থিতি আজ তার একশততম পোস্টের শুভেচ্ছা জানাবার আশায়। আমরাও সবাই আজ সোনেলার উঠোনে। যিনি অতি অল্প সময়ে, ধীর পদক্ষেপে, সন্তর্পনে, চুপিসারে একশতম পোষ্ট লিখে সম্মানের দাবীদার। তাকে দেয়া এ শুভেচ্ছা সোনেলায় দেওয়ার থেকে অনেক কম। তিনি তার নিখুঁত, সাবলীল লেখায় ব্লগকে বরাবর সমুজ্জ্বল করেছেন।
তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয়, অতি প্রিয় ব্লগার হালিম নজরুল ভাইয়া।
আমি তাকে কখনও দেখিনি কিন্তু তার ছবি কথা বলে স্বচ্ছতার। তিনি এমন এক মানুষ যার দ্বিতীয় কোন পার্ট নেই। সহব্লগারদের লেখায় তার মন্তব্য কথা বলে পাশে থাকবার। অসাধারণ লিখনি বলে দেশের কথা, দেশ প্রেমের কথা-
“কার প্রতিদানে রোজ পতাকাটা তোল?
তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।”
প্রিয়তম
তুমি কি দেশপ্রেম দিয়ে গোসল করেছো কখনো?
দেখেছো কি কখনো পূর্ণিমার আঁড়ালে—
লুকিয়ে রাখা অমাবশ্যা?
গাঁধার সামনে ঝুলিয়ে রাখা মূলোগুলো—
কিভাবে হাওয়াই মিঠাই হয়
এসো আজ সেসব দু’একটা গল্প শোনাই।”
সোনেলায় তিনি প্রথম লিখেছিলেন :
আমিও শামিল মৃত্যুর মিছিলে
আমার সামনে তখন একটা স্বর্গ দাঁড়িয়ে।
নাকে সুগন্ধি সৌরভ,কানে অমৃত মুর্ছনা।
আমার ভেতরে ভেতরে ছুঁয়ে দেখবার প্রগাঢ় নেশা,
শরীরে কাঁপা কাঁপা উত্তেজনা।
সয্যা পেল কি মন নরম-কোমল!
স্পর্শে টানলো ফুলেল ছোঁয়া।
তীর্থে নাচবে কি বজ্র-ময়ূর?
হারিয়েছে জীবন,ভূত-ভবিষ্যৎ।
চাঁদটির দিকে হাঁটতে হাঁটতে স্তব্ধ হঠাৎ!
এ কি! আমাতেও শামিল মৃত্যুর মিছিল!
আমার শ্রদ্ধেয় হালিম নজরুল ভাইয়াকে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ, মডারেটর, সোনেলা গ্রুপ এডমিন, সকল ব্লগার এবং পাঠকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, লাল গালিচা সম্বর্ধনা এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা❤❤❤❤❤❤
হালিম নজরুলের ব্লগ প্রোফাইলঃ
নিবন্ধন করেছেনঃ ১০ মাস ১ দিন আগে।
পোষ্টঃ একশত এক।
মন্তব্য করেছেনঃ ২৬৩৩ টি।
মন্তব্য পেয়েছেনঃ ২২৭৯ টি।
মন্তব্য করা এবং পাওয়ার সংখ্যা দেখেই বোঝা যায় তিনি কতটা ব্লগ নিবেদিত প্রাণ! তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অকুণ্ঠচিত্তে। তিনি আমাদের মাঝে থাকুক প্রান হয়ে যেমন তিনি বরাবর ছিলেন।🌹🌹🌹🌹
২৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার লিখেছেন আপু। আপনি তো অনন্য আপু। শুভেচ্ছা পোস্ট উপহার দিয়ে বুঝিয়ে দিলেন আপনি এক্ষেত্রে ও উজ্জল লেখিকা, ব্লগার। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।
ভাইয়ের কথা কি বলবো উনি এতো ভালো আর চমৎকার লিখে যে কোন বিশেষণে বিশেষায়িত করা যাবে না। অসাধারণ, ব্যতিক্রম কথা মালার অলংকার এ তার প্রতি টি লেখা সজ্জিত থাকে। অন্যদের প্রতিটি লেখায় মন্তব্য করেন সময় নিয়ে এটা খুব ভালো লাগে। সবাই হয়তো কারেন্ট পোস্ট এ মন্তব্য করেন আর উনি বিরতি দিয়ে আসলেও সেটা পুরোপুরি মিটিয়ে দেন প্রতিটি লেখায় মন্তব্য করে।
তার অর্ধশত জন্মদিন আর শততম পোস্ট এর জন্য অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আপনাদের দুজনের জন্য আনন্দময় বার্তায় ভরে দিক ভুবন।
অফুরন্ত ধন্যবাদ আপনাকে আপু
রোকসানা খন্দকার রুকু
অনেক ধন্যবাদ দিদিভাই। আপনি সবসময় উৎসাহ দেন।
হালিম নজরুল ভাই এর শুভেচ্ছা পোস্ট আমার জন্যও বিরাট বড় পাওয়া। আমার যোগ্যতার বাইরে। এমন অসাধারণ মানুষের জন্য লেখার সামান্য চেষ্টা করেছি মাত্র।
শুভ কামনা ও কৃতজ্ঞতা রইল আপনার জন্য।🥰🥰🥰
প্রদীপ চক্রবর্তী
এত সুন্দর করে শুভেচ্ছা পোস্ট।
কী ভালো লাগলো,দিদি।
.
শততম পোস্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, দাদা।
আপনার প্রতিটি লেখা বেশ ভালো লাগে।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দাদা।
শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
হালিম নজরুল ভাই চমৎকার একজন হাসি খুশী মানুষ। গত সোনেলার মিলন মেলায় এসেছিলেন তিনি।
তার লেখা পাঠকদের ভালো লাগবেই।
একটি সময়ে ব্লগে তিনি যথেস্ট সময় দিয়েছেন। প্রায় প্রতিদিন পোস্ট এবং মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করতেন অন্য ব্লগারদের।
বর্তমানে ব্যস্ততার কারনে হয়ত আসতে পারেন না ব্লগে।
হালিম নজরুল ভাইকে শততম পোস্টের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ কামনা তার জন্য।
জিসান শা ইকরাম
@রোকসানা খন্দকার রুকু, এত সুন্দর একটি শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
সহ ব্লগারদের প্রতি এমন সন্মান, মমতা আমাদের সবারই দেখানো উচিৎ।
ভালো থাকুন।
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
এ আমার সৌভাগ্য। পাশে থাকবেন সবসময়।
শুভ কামনা রইলো।
সাখাওয়াত হোসেন
দারুণ মনোমুগ্ধকর ছন্দময় শুভেচ্ছা পোস্ট।
অফুরান ধন্যবাদ, ভালো থাকবেন।
ইঞ্জা
প্রিয় হালিম নজরুল ভাইকে শততম পোস্টের জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন, সাথে শুভেচ্ছা অফুরান।
আমার ভাইটি এতো অল্প সময়ে শততম পোস্ট দিয়েছেন যা ব্লগে খুব কম ব্লগারই পারেন, যেখানে আমি নিজেও অনেক দেরিতে শততম পোস্ট দিতে পেরেছি।
ভাই সত্যি আমি গর্বিত এবং আনন্দিত, আপনার আরও বেশি বেশি পোস্ট পাওয়ার অপেক্ষায় রইলাম।
ইঞ্জা
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই হালিম ভাইকে দেওয়া শুভেচ্ছা পোস্টের জন্য।
খুব সুন্দর হয়েছে লেখাটি।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন। পাশে থাকবেন।
ইঞ্জা
সবসময় আপু।
আলমগীর সরকার লিটন
অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল কবি নজরুল দার জন্য
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা আপনার জন্যও।
খাদিজাতুল কুবরা
হালিম নজরুল ভাইয়াকে শততম পোস্টের মাইলফলক স্পর্শ করার জন্যে রাশি রাশি ফুলেল শুভেচছা জানাচ্ছি।
বন্ধু রুকুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর লিখনীর ফ্রেমে এমন একজন নান্দনিক লেখককে শব্দের গাঁথুনিতে শুভেচ্ছা পোস্টটি সাজানোর জন্য।
একজন প্রিয় লেখককে নিয়ে লিখেছেন আরেকজন প্রিয় লেখিকা। দুজনের জন্যই আন্তরিক শুভকামনা এবং ভালোবাসা অফুরান।
রোকসানা খন্দকার রুকু
তোমাকেও অনেক অনেক ভালোবাসা।
ভালো থেক। ❤️❤️
খাদিজাতুল কুবরা
একদম আমার ও দাঁত ভাঙে আপনি বলতে। কিন্তু ব।ব্লগের নিয়ম মানার জন্যই বলি। তুমি যেমন ইচ্ছে বলো।
তুমি ও ভালো থেকো
রোকসানা খন্দকার রুকু
আর পারছি না। তুমি বলে ফেলেছি।😜😜
রেজওয়ানা কবির
রুকু আপু এতসুন্দরভাবে, অসাধারণভাবে হালিম ভাই কে শুভেচ্ছা দিয়ে তুমি প্রমান করলে সত্যি তুমি পারো অনেক সুন্দর লিখতে। তাও আবার এত অল্পসময়ে কয়েকমিনিটে শুরুটা আমার সামনে করেছিলে যার প্রতক্ষ্যদর্শী সাক্ষী আমি।
এবার আসি হালিম ভাইয়ের কথায়, যাকে আমি সামনাসামনি দেখি নি তবুও তার লেখায় আর তার ছবি আয়নার মত লাগে, এবং এসবই কথা বলে। তার মন্তব্য পেয়েও আমরা উৎসাহবোধ করি।তিনি যেমন ভালো লেখেন তেমন একজন ভালো পাঠক। শততম পোস্টের জন্য হালিম ভাইকে হাজার হাজার সালাম এবং শুভেচ্ছা। এভাবে আরও বেশি বেশি লিখে আমাদের আরও মুগ্ধ করুন এই কামনায়।। রুকু আপু এবং হালিম ভাই দুজনকেই শুভেচ্ছা আর শুভকামনা ।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু॥ ❤️❤️
মনির হোসেন মমি
অভিনন্দন এবং শুভ কামনা রইল ব্লগার লেখক প্রিয় মুখ হালিম ভাইকে। পাশে থাকুন এমনি করে।
মনির হোসেন মমি
আপুকে অসংখ্য ধন্যবাদ সহ ব্লগারের জন্য এতো সুন্দর শুভেচ্ছা পোষ্ট দেয়ায়।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।
তৌহিদ
হালিম নজরুল ভাই অনেক ভালো মনের মানুষ, তাএ লেখা হৃদয় ছুঁয়ে যায়। সোনেলায় নিজের লেখা দিয়ে তিনি বুঝিয়েছেন তাকে কেন সবাই এত পছন্দ করি। অত্যন্ত বন্ধুবৎসল মানুষ তিনি।
শততম পোষ্টের জন্য তাকে অভিনন্দন।
আপনাকেও অনেক ধন্যবাদ রুকু আপু, চমৎকার শুভেচ্ছা পোষ্ট লিখেছেন। এইরকম লেখা চালু রাখুন।
শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
অনেক ধন্যবাদ ভাইয়া॥
পাশে থাকবেন সবসময়।
শুভ কামনা রইলো॥
আরজু মুক্তা
নজরুল ভাইকে অভিনন্দন। উনি এতো সুন্দর করে ছন্দে ছন্দে লিখেন, যেটা অনেকেই পারেনা।
আর রুকু আপনাকেও অনেক শুভেচ্ছা। অত্যন্ত সাবলীল এবং সুন্দর ভাষায় শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ আপু।
কিন্তু ভাইয়া কই যে!
শুভ কামনা।😍😍