"অহর্নিশি জ্বলজ্বলে তারার মেলায় 

তোমায় ভালোবাসা বক্ষস্থিত; 

শুভ্র গোলাপটি তোমার জন্য 

অভিনন্দন বার্তাবাহক হয়ে ফেরে

সাফল্য দালানের প্রতিটি কংক্রিটে সাজুক

ভালোবাসার ময়ান।

সুখস্বাচ্ছন্দ্য অটুট থাকুক বাবুই এর ন্যায়

দিনশেষে পরিতৃপ্তিই হোক আত্মার একান্ত আধার।"

আমরা দেখেছি আজকের আকাশ কুয়াশায় ঢাকা, মেঘে-মেঘে ভারী, বৃষ্টিও টুপটাপ একফোঁটা- দুফোঁটা, আকাশের কোথাও নীলের ছোপছাপ নেই, চাঁদ- তারারাও অনুপস্থিত, দিনের সূর্যও ছিল নিবু নিবু। সবই বিশেষ কোন এক কারনে,,,কি সে কারন?

আমরা সবাই রয়েছি আজ দেশপ্রেমী এক জ্বলজ্বলে সূর্য, মোহময় চাঁদ, নির্মল তারকা, এক মহান হদয় স্বল্পভাষী মানুষের অপেক্ষায় শতশত ফুল নিয়ে তার শুভেচ্ছায়। সকলের প্রকৃতিতে এ অনুপস্থিতি আজ তার একশততম পোস্টের শুভেচ্ছা জানাবার আশায়। আমরাও সবাই আজ সোনেলার উঠোনে। যিনি অতি অল্প সময়ে, ধীর পদক্ষেপে, সন্তর্পনে, চুপিসারে একশতম পোষ্ট লিখে সম্মানের দাবীদার। তাকে দেয়া এ শুভেচ্ছা সোনেলায় দেওয়ার থেকে অনেক কম। তিনি তার নিখুঁত, সাবলীল লেখায় ব্লগকে বরাবর সমুজ্জ্বল করেছেন।
তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয়, অতি প্রিয় ব্লগার হালিম নজরুল ভাইয়া।
আমি তাকে কখনও দেখিনি কিন্তু তার ছবি কথা বলে স্বচ্ছতার। তিনি এমন এক মানুষ যার দ্বিতীয় কোন পার্ট নেই। সহব্লগারদের লেখায় তার মন্তব্য কথা বলে পাশে থাকবার। অসাধারণ লিখনি বলে দেশের কথা, দেশ প্রেমের কথা-

"কার প্রতিদানে রোজ পতাকাটা তোল?
তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।"

প্রিয়তম
তুমি কি দেশপ্রেম দিয়ে গোসল করেছো কখনো?
দেখেছো কি কখনো পূর্ণিমার আঁড়ালে—
লুকিয়ে রাখা অমাবশ্যা?
গাঁধার সামনে ঝুলিয়ে রাখা মূলোগুলো—
কিভাবে হাওয়াই মিঠাই হয়
এসো আজ সেসব দু’একটা গল্প শোনাই।"

সোনেলায় তিনি প্রথম লিখেছিলেন :
আমিও শামিল মৃত্যুর মিছিলে
আমার সামনে তখন একটা স্বর্গ দাঁড়িয়ে।
নাকে সুগন্ধি সৌরভ,কানে অমৃত মুর্ছনা।
আমার ভেতরে ভেতরে ছুঁয়ে দেখবার প্রগাঢ় নেশা,
শরীরে কাঁপা কাঁপা উত্তেজনা।

সয্যা পেল কি মন নরম-কোমল!
স্পর্শে টানলো ফুলেল ছোঁয়া।
তীর্থে নাচবে কি বজ্র-ময়ূর?
হারিয়েছে জীবন,ভূত-ভবিষ্যৎ।

চাঁদটির দিকে হাঁটতে হাঁটতে স্তব্ধ হঠাৎ!
এ কি! আমাতেও শামিল মৃত্যুর মিছিল!

আমার শ্রদ্ধেয় হালিম নজরুল ভাইয়াকে সোনেলা ব্লগ কর্তৃপক্ষ, মডারেটর, সোনেলা গ্রুপ এডমিন, সকল ব্লগার এবং পাঠকের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, লাল গালিচা সম্বর্ধনা এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালবাসা❤❤❤❤❤❤

হালিম নজরুলের ব্লগ প্রোফাইলঃ
নিবন্ধন করেছেনঃ ১০ মাস ১ দিন আগে।
পোষ্টঃ একশত এক।
মন্তব্য করেছেনঃ ২৬৩৩ টি।
মন্তব্য পেয়েছেনঃ ২২৭৯ টি।

মন্তব্য করা এবং পাওয়ার সংখ্যা দেখেই বোঝা যায় তিনি কতটা ব্লগ নিবেদিত প্রাণ! তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি অকুণ্ঠচিত্তে। তিনি আমাদের মাঝে থাকুক প্রান হয়ে যেমন তিনি বরাবর ছিলেন।🌹🌹🌹🌹

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ