শকুন্তলা

রিতু জাহান ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার, ০৩:৫৬:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

হঠাৎ মনের কোণায় কোথাও যদি ঝড় উঠে আওয়াজ তুলনা।
তোমার নিত্য সোজা ও যাত্রা পথে একটুকু সময় হলে,
চলে যেও চুপটি করে পূণ্য সে তপবনে।
নিত্য তোমার জীবন পথে, তোমাকে ঘিরে থাকে অস্ত্রশস্ত্র, কবচ-অলঙ্কারে একদল সিপাহী।
বাঁকা পূণ্য ও তপবনে তোমার যোদ্ধাবেশ মনাবে না
ফেলে এসো সে সব যুদ্ধের বেশ।
আমার স্নানের ঘাটের কল্কলের প্রান্ত থেকে ঝরে পড়া জলের ধারায় চিহ্নিত পথে
হাঁটুগেড়ে মাথা নুইয়ে আজও পথচেয়ে বসে আছি ঈঙ্গুদীভাঙ্গা মসৃণ পাথর খন্ডের গোড়ায়।
বলেছিলে,'অপেক্ষায় থেকো আসব
তোমার সঙ্গে একা দেখা হবে।'
কথা দেয়া বা না দেয়া,
কথা রাখা না রাখা
মান অভিমানের মাঝে
আজও সে পথ আমার অপলোক চেয়ে থাকে।
'ভালবাসা'ছোটো শব্দের বড় সে বোঝার ভার নিয়ে
আমিও অন্য পথে হেঁটে যাব
জীবনানন্দের মতো সংসারী হব।
,,,,,,রিতু,,,,

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ