লুণ্ঠন

ফজলে রাব্বী সোয়েব ৪ অক্টোবর ২০১৯, শুক্রবার, ১০:৩৮:৫১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
দেশটাকে আজ চিরে খাব,এই দেশ আমার না
ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করবো,
এখানে আমার কোন ঘর নেই
আমি আসলে কে, কী আমার পরিচয়?
জানার ইচ্ছেটা মরে গেছে বহুদিন

কোন এক সময় জানতাম, দেশটা আমার,
গর্ব হতো খুব, হাসতাম, আনন্দ করতাম।
সব ভেতর থেকে আসতো, প্রকৃতিপ্রদত্ত
বলতে যা বোঝায়।
এখনও হাসি, আনন্দ করি,
কিন্তু সবকিছুই যে অলীক,
অনেকটা মরীচিকার মত, সবাই দেখবে
কিন্তু বুঝতে পারবে না।
পাগল বললেও বিভ্রান্ত হবো না,
এর চেয়ে পাগল হওয়া ঢের ভাল

দস্যুরা এখন হাসে, আনন্দ করে
সব প্রকৃতিপ্রদত্ত, সবই ভেতর থেকে।
তারা লুট করে নিয়ে গেছে আমার আনন্দটুকু।
দেশটা আজ তাদের, আমার নয়

এই আমার মাঝে যদি কেউ খুঁজে
পাও নিজেকে, আমাকে জানিও,
শান্তি পাব এটুকুতেই যে,
আমার মত আরওআমিআছে।
যদিও এইআমিটা শুধুই মানুষের
অবয়ব মাত্র, মানুষ নয়
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ