
উড়ে যায় অচিন পাখি কোন শূণ্যপানে
মিশে যায় কোন আশমানে, কে জানে ?
“সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না ?”
সব জেনেশুনেও মেতেছি এ কোন খেলায় !
জাত-অজাতের প্রশ্ন তুলে বাড়ির কাছের আরশিনগর, দেখা হল না !
পড়শি যে মনের মানুষ, তা আর বুঝবো কবে?
আট কুঠুরি নয় দরজায় আমরা শুধু ঘুরে মরি,
তার সাথে মিলন হবে কত দিনে, জানলাম না ।
সাঁই দেশ বিদেশে ঘুরে বেড়াই
তবু তোমায় জানলাম না
“পাখি কখন জানি উড়ে যায় !”
“যে দিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টান
ওগো জাতি গোত্র নাহি রবে
এমন সমাজ কবে গো সৃজন হবে ?“
মানুষ কবে মানুষ হবে ?
সবই লাগে তা না না —
ও সাঁই নিজেকে তো জানলাম না
দয়ালগুরু দাও না তোমার আয়নাখানা …
১৪টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
যে দিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টান
ওগো জাতি গোত্র নাহি রবে
এমন সমাজ কবে গো সৃজন হবে ?“
মানুষ কবে মানুষ হবে ?…
সেদিনের অপেক্ষায় সবাই যেদিন মানুষেরা মনুষ্যত্ব দিয়ে পৃথিবীতে বিচরণ করবে।
সুন্দর কবিতা। শুভ কামনা নিরন্তর 🌹🌹
নবকুমার দাস
ধন্যবাদ দিদিভাই। সেদিনের অপেক্ষায় থাকি ।🙏🌿
মনির হোসেন মমি
আধ্যাত্বীক লাইনের বেদ বুঝা মুশকিল।তবে তার লেখা কবিতা গানগুলো মানুষের ভেতরটা জাগিয়ে তুলে।
সাঁই দেশ বিদেশে ঘুরে বেড়াই
তবু তোমায় জানলাম না
“পাখি কখন জানি উড়ে যায় !”
আপনার লেখা এই কবিতার প্রতিটি লাইনই লালন অনুকরন ।খুব ভাল লাাগল।
নবকুমার দাস
ধন্যবাদ দাদাভাই । লালন অননুকরণীয় তবে অনুসরণ করার চেষ্টা করি । 🌿🙏
ফয়জুল মহী
যে দিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টান
ওগো জাতি গোত্র নাহি রবে
এমন সমাজ কবে গো সৃজন হবে ?“
মানুষ কবে মানুষ হবে ?
নবকুমার দাস
ধন্যবাদ 🌿🌷🙏
সুপর্ণা ফাল্গুনী
ধর্ম কিন্তু পরে আগে মানব জনম। তাই সবাই মানব ধর্ম পালন করি, ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য তাই ধর্মকে মানব-কল্যানেই ব্যবহৃত করা হোক। তবেই পৃথিবীতে শান্তি র পায়রা উড়ে বেড়াবে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
নবকুমার দাস
একদম ঠিক কথা দিদিভাই 👌🌿
আরজু মুক্তা
ভালো লাগলো লালন শাহ কে লিখা কবিতা। তাঁর কবিতায় মানব ধর্ম ফুটে উঠেছে
নবকুমার দাস
একদম ঠিক কথা দিদিভাই ।🌿🙏
মোঃ মজিবর রহমান
আর ভাল্ললাগেনা এইসব মগজে ঠুকেনা।
জন্ম যখন হইল, আবার পায়ে বেড়ি কেন পরিল???
নবকুমার দাস
হুম, মানুষে মানুষে বিভেদ ভালো লাগে লাগে না ।🙏🌷
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ
নবকুমার দাস
ধন্যবাদ দাদাভাই 🙏🌷