লাভ চাইল্ড

সঞ্জয় কুমার ৫ জুন ২০১৪, বৃহস্পতিবার, ০৯:২৫:২৬পূর্বাহ্ন বিবিধ ৮ মন্তব্য

লাভ চাইল্ড ইংরেজী টা শুনতে ভালোই কিন্তু বাংলায় এর অর্থ টা অনেক সময় গালির প্রতিশব্দ

বর্তমান যুগে ডিজিটাল প্রেমের ফসল হিসাবে লাভ চাইল্ডরা মাতৃগর্ভেই খুন হচ্ছে

অনেকে কোন মতে পার পেয়ে গেলেও তাদের স্থান হচ্ছে নর্দমা বা ডাষ্টবিনে ।

একদিকে নিঃসন্তান দম্পতি রা একটা সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে বারবার করুণা ভিক্ষা চাইছেন ।

অন্যদিকে কিছু মানুষ শুধুমাত্র শারীরিক চাহিদা মিঠানোর জন্য নির্মম ভাবে নিজের সন্তান হত্যা করছে ।

অদ্ভূত তাই না

একটা শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় হল মাতৃগর্ভ আর সেখানেই সে নির্মম ভাবে খুন হচ্ছে!!!

আমার মনে হয় বৃদ্ধাশ্রম বা এতিম খানার মত শিশু পরিচর্যা কেন্দ্র খোলা উচিত ।

যেখান থেকে নিঃসন্তান দম্পতি রা শিশু নিতে পারবে ।

আর যারা অযথা এবরোশন করায়

মন থেকে চাইব ওরা যেন প্রয়োজনের সময় একটা সন্তান জন্ম দিতে অক্ষম হয় ।

খুনির গর্ভ যেন আজীবন শূন্যই থাকে ।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ