লাঞ্ছিত সত্তা

ক'রেখেলা_কাটেবেলা ২৪ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার, ০১:১০:৫০পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

তুমি মা, তুমি মেয়ে, তুমি কারো বোন
তোমা দেহ পেতে চলে তোমারই ভজন -
কেউ বলে সতী নারী, কেউ দয়াবতী
রূপে গুণে তুমি কভু লক্ষ্মী-সরস্বতী |

দেহটি পাইলে পরে
হরষিত প্রফুল্ল মনে
ছিঁড়ে, ফুঁড়ে খায় কুরে, রাখে না মিনতি –
নাথবতীর অনাথবৎ হয় করুণ গতি |

দখলটি গেলে চলে ঘা লাগে পুরুষ মনে
বিক্রম ঝরে পড়ে পুরুষালি আচরণে –
শুরু হয় নারী পূজা চোখা চোখা বিশেষণে
লাঞ্ছনা,গঞ্জনা যত আছে জগতে
বর্ষিত তার প্রতি হয় খুব সহজে |

হায় দেব! পুরুষের একি অধোগতি
নারীকে লজ্জা দিতে নাই তার জুটি
প্রকৃতির লজ্জা করে প্রকৃতি প্রকাশ
ঐ দেখ, বহু দূরে মাথা নোয়ায় আকাশ
দিকচক্রবালে
উন্নত হবে না শির বুঝি কোনো কালে |

 

#* মা, বোন ও কন্যাসম মানবাত্মা যারা তাঁদের স্বামীদের দ্বারা প্রতিনিয়ত নির্যাতিতা তাঁদের উৎসর্গে :-

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ