লাঞ্ছিত বেকার

নূর হোসেন ১০ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:১০:৫৮পূর্বাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

বুকে মাইনের বিস্ফোরন ঘটিয়ে প্রিয়তমা চলে গেল,
সুযোগের বন্ধু এলাকার বড় ভাই,
বিপদে কেউ পাশে নাই,
মেনে নিতে হলো লজ্জার হার;
মনের জোরে কভু ফেরানো যাবেনা তাকে,
সমাধান বিদঘুটে আমি যে বেকার।

বিতৃষ্ণায় অস্হির করছি সময় পার,
যুগের মত দিন যাচ্ছে কেটে,
মদের আসরে গিয়ে ফিরেছি ব্যর্থ হয়ে,
টাকার অভাবে মদ যায়নি পেটে;
মা-বাবা চিন্তিত ছেলের ভবিষ্যত আর নিয়ে অধিকার, ভাগ্যটা বদলে না কপালে জুটে আছে আমি যে বেকার।

সার্টিফিকেট হাতে ঘুরেছি দ্বারে দ্বারে,
আসেনি একটিও চাকুরীর অফার,
অফিসের বড় স্যার শান্তনা দিয়েছে
'চাকুরী পেতে বাবা টাকার দরকার'
খালি হাত, খালি পেট, ঘুরে ঘুরে জুতা হচ্ছে ক্ষয়;
চাকুরী হচ্ছেনা মিলছে বঞ্চনা চলছে বেড়েই হতাশা ভয়,
তারাও তো ভাল আছে রিক্সাচালক আর ফুটপাতী হকার,
আমিও তো তাও নই শুন্য পকেটে ঘুরি লাঞ্ছিত বেকার।

লেখা-পড়া শিখে আজ গেটে-গেটে পড়ে বেড়াই,
'কর্ম খালি নাই'
কি এক তামাশা ইন্টারভিউ রুমে,
শুনে যায় মাথা ঘুরে অভিজ্ঞতা চাই!
অনভিজ্ঞ তাই তোর চাকুরী নাই,
বন্ধুরা তিরস্কার করে কি করবি আর?
লজ্জিত হইনা আর চামড়া সয়ে গেছে আমি যে বেকার।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ