লাগামহীন

এস.জেড বাবু ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১০:৩৭:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

কোথায় তাকিয়ে আছো ?
কি খুঁজছ সীমান্তে ?
পিটপিট লজ্জাভরা নৃত্যবতী পাপড়ি, কেন আজ অস্থির ?
বলেছিতো-
দুরত্বে কিছু নেই । শুধু মরুভূমি।
চাঁদনী বরণ চোখের চারপাশে এ কেমন মেঘের কাঁজল ?
যে ব্যাবধানে তোমার দৃষ্টি খোঁজে উত্তর,
সে পথের শুরু শেষে, আমি যুগান্তরের তৃষ্ণার্ত মুসাফির।

তাকাও এ চোখে ,
কি দেখতে পাচ্ছো ?
> মশাল ?
আরে নাহ্ -
এ যে যুগপূর্বে লিখা বেনামী চিঠিগুলির চিতার অনল,
সম্পর্কের ডাকটিকিট আর বিশ্বাসের সিল না থাকায় স্থান পায়নি ডাকবাক্সে।
শুধু ভালোবাসার খামে চিঠি খুঁজে পায়না প্রাপকের হৃদয়।

এতো গভীরে কেন দেখো ?
শুধু এই চোখে চেয়ে দেখো -
কি দেখতে পাচ্ছো ?
> অন্ধকার ?
আরে নাহ্ -
এ ছিলো ভালোবাসার চিঠির শিরা উপশিরায়, কারো জন্য জমানো ভরসার শব্দগুলির হাঁড়ের ঝলশানো মমি।
ভষ্মিভুত আকাঙ্খার সদ্য নিভে যাওয়া অঙ্গার।

একবার চোখ বন্ধ করো ।
উল্টো করে দশ থেকে এক পর্যন্ত গুনে যাও।
এইবার চোখ খোলে, এই আমার চোখে চেয়ে দেখো ।
কি দেখতে পাচ্ছো ?
> মুন্ডুহীন কুঁচকুচে কালো মূর্তি ?
ভয় পেও না,
ওপাশে দেখো- এক খাঁমচি কয়লা বাঁটা মন্ড।
একটুখানি সময় পেলে, আমি সে মন্ডে অপূর্ণ মূর্তির পূর্ণ অবয়ব এঁকে দিবো।
আর একবার চোখ বন্ধ করো ,
এক থেকে তিন পর্যন্ত গুনে যাও ,
এইবার চোখ খোলে দেখো ,
এ চোখে তাকাও -
কি দেখতে পাচ্ছো ?
> নিজের কুঁচকুচে কালো মূর্তি ?
আররে বাহ্ -
চিনতে পারছো ? পরশ পাথরে গড়া পরিপূর্ণ তুমি ।
হুমম ,
সবটুকু রক্ত মাংস চিতায় পুড়িয়ে পুড়িয়ে,
সেই কয়লার মথিত মন্ডে তোমার প্রতিমূর্তি গড়েছি।
আজ আর প্রেম নেই, রং নেই, শুধু ইচ্ছে আছে।

সামনে তাকাও -
কি দেখতে পাচ্ছো ?
> যতদুর চোখ যায়, একহারা গড়নের মায়াবী মেঠো পথ।
আচ্ছাহ্ -
ঠিকই দেখতে পাচ্ছো।
তোমারও কি ইচ্ছে আছে ?
তবে ধরো এ হাত-
ছেড়ে দাও লাগাম,
অনিশ্চয়তার অশ্বপৃষ্ঠে চড়ে, মিঠা পানির খোঁজে,
চলো বহুদুর........................॥

-০-
__২৫/১০/২০১৯

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ