লম্বা একটা ঘুম

মো: মোয়াজ্জেম হোসেন অপু ১০ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ০২:৫৫:১৪পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

লম্বা একটা ঘুম

 

একটা ঘুম দিয়েছিলাম,লম্বা একটা ঘুম।

জেগেই দেখি মনের মত সাজানো সেই পৃথিবীটাকে,

সুন্দর ছিমছাম মায়ায় ভরা শান্তির নীড় গুলো।

যেখানে অসুরের কি কাজ কেউ বলতে পারে না,

শয়তান বলে কিছু আছে কেউ বিশ্বাসই করে না।

জীববৈচিত্রের ঐ অনাবিল আনন্দ ধারায়,

আমি ও আমরা বিমুগ্ধ দর্শক।

 

এটাই কি ষড়রিপুর মৃত্যু শেষে,

না ফেরার সেই দেশ?

না কি,জেগে ছিলাম যেই পৃথিবীতে,

ঘুমিয়ে পড়ার আগে?

 

চেতনার টেলি সংযোগ বিচ্ছিন্ন হয়ে

রহস্যের ঘোরে ঘুরপাক খেয়ে

কিছুই মনে নেই আমার,বর্তমান ছাড়া।

পুরনো কালিমাতেই সেই আমি?

না কি নবজাতক নিষ্পাপ শিশু রুপে নতুন কেউ?

 

একটা ঘুম দিয়েছিলাম,লম্বা একটা ঘুম।

 

২৩.০৪.২০২০

0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ